বিশ্বজমিন
তেলের দাম ফের ঊর্ধ্বমুখী, হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:১৮ অপরাহ্ন

ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কোনো শান্তিপূর্ণ সমাধান দেখা না যাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হয়েছে। ইতিমধ্যে গত সপ্তাহে ৭ শতাংশ দাম বাড়ার পর রোববার তেলের দাম আরও বেড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৩.৮৫ ডলার, যা গত সপ্তাহের তুলনায় ১.২ শতাংশ বেশি।
অপরদিকে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের দাম বেড়ে হয়েছে ব্যারেলপ্রতি ৭৫ ডলার, যা ১ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয়। ওদিকে, সোমবার ভোরে ইসরাইলের উপকূলীয় শহর হাইফায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ভবন ও অবকাঠামো ধ্বংস হয়। হামলার ভিডিও ফুটেজে দেখা গেছে, হাইফার একটি তেল শোধনাগারের আশপাশে বিস্ফোরণ ঘটছে এবং আগুন জ্বলছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানির সম্ভাব্য বিঘ্ন এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক প্রবেশদ্বার দিয়ে প্রতিদিন শতকরা প্রায় ২০ ভাগ বৈশ্বিক তেল সরবরাহ হয়। বিশেষজ্ঞদের মতে, যদি সংঘাত আরও বিস্তৃত হয় এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত বা ওমানকেও টেনে আনে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়তে পারে। বিশ্ববাজারে দাম বাড়ার এই প্রবণতা আমদানিনির্ভর দেশগুলোর জন্য অশনি সংকেত। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জ্বালানি খাতে চাপ আরও বাড়তে পারে।
পাঠকের মতামত
সত্যি ও বাস্তব এবং সময় উপযোগী। সরকার উদ্যোগ নিলে দ্রুত সময় গ্যাস সমস্যার সমাধান সম্ভব।
Government of Bangladesh, Please hire vessels from Indonesia for CNG transportation from BHOLA GAS FIELD AREA. ত্রিপুরা ১৯০টি কূপ খনন করে এর অর্ধেক হতে মাত্র ১৭৬ mmcfd প্রোডাকশন করে অর্থাৎ কূপ প্রতি ১থেকে ২mmcfd, আনদিকে আসাম ভারতের বৃহত্তর গ্যাস উৎপসদন কারী রাজ্য ২৭০৮ mmcfd গ্যাস উৎপাদন করে ৫৭ গ্যাস ফিল্ড থেকে, ongc ৬০০০ কোটি রুপী আসামে ইনভেস্ট করেছে ২০১৯ সালে ২০০ কূপ খাননের জন্য। Bohai চায়না buried hill এর কারনে অনেক অনেক গুন গ্যাস উৎপাদন সক্ষম হচ্ছে। ডিপ drilling এবং বাণিজ্যিক গ্যাস উৎপাদন অত্র উপমহাদেশে ৫০০০m বা এর নিচে থেকে গ্যাস উৎপাদন এর কোনো নজির আছে কি? পাথরিয়া এলাকা restricted for drilling কারন inclination ৪৫ ডিগ্রীর উপর। সমুদ্র আমরা ১৫ বছরের জন্য হাত দিতে পারবনা। মায়ানমার, ভারত কি মাল্টিক্লায়েন্ট করেছে, বর্ডার ব্লকে এ কাজ সময়কে দীর্ঘ থেকে দীর্ঘত্তর করবে। হাতিয়া ট্রাফ্ ও সমুদ্র আমাদের গ্যাস এর কম বেশি ভান্ডার। সুতরাং আলোচনা মিটিং বাদ এবং ডাইরেক্ট action এবং ৬ মাসের মধ্যে ভোলার গ্যাস গ্রিডে সংযোজন। আল্লাহ সহায়।