বিশ্বজমিন
সিএনএনের রিপোর্ট
ইরানি হামলায় তেল আবিবে চরম আতঙ্ক, বিশৃঙ্খলা ও হতাশার দৃশ্য
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

সোমবার ভোরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের তেল আবিব শহরের রাস্তায় নেমে এসেছে চরম আতঙ্ক, বিশৃঙ্খলা ও হতাশার দৃশ্য। মার্কিন গণমাধ্যম সিএনএনের জেরুজালেম প্রতিনিধি জেরেমি ডায়মন্ড জানান, হামলার স্থানগুলোয় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। সেনা ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
সিএনএনের খবরে বলা হয়, তেল আবিবের একটি আবাসিক এলাকার ওপর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় একটি ভবনের অংশবিশেষ ধসে পড়ে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ। কমপক্ষে ১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একজন নারী হামলার সময় নিজের বাসার বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন। তিনি বলেন, আমরা ধাক্কাটা স্পষ্টভাবে টের পেয়েছিলাম। খুব আস্তে আস্তে বের হলাম, ভয় লাগছিল। চারপাশে শুধু ধ্বংসাবশেষ, ধুলো আর ধোঁয়া। তিনি আরও বলেন, রাস্তায় হাঁটতে হাঁটতে আমি গায়ের টি-শার্ট দিয়ে নাক ঢেকে রেখেছিলাম, যাতে ধোঁয়া শ্বাসনালীতে প্রবেশ না করে। আতঙ্কে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, নিশ্চিত হতে চাইছিলাম সামনে কোনো বিপদ নেই।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক জেরেমি ডায়মন্ড জানান, এলাকার বাসিন্দারা ক্ষয়ক্ষতি দেখতে আসছেন, কেউ কাঁদছেন, কেউ একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন। গোটা শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই হামলা ইসরাইলিদের মধ্যে নতুন করে মানসিক উদ্বেগ সৃষ্টি করেছে, যারা আগের দিনের ধ্বংসযজ্ঞ ও মৃত্যুর খবর শুনে এখনও ঘোরের মধ্যে আছেন। ইসরাইলি কর্তৃপক্ষ হামলার জবাবে পাল্টা সামরিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত
Just compare wik Gaza