ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের দম্পতিকে পাঠানো হয়েছে বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বাগদা থানার রনঘাট গ্রাম পঞ্চায়েতের হরিহরপুরের বাসিন্দা ফজের মণ্ডল ও তসলিমা মণ্ডল। এই দম্পতিকে সম্প্রতি মহারাষ্ট্রে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়। নিজেদের আসল পরিচয়পত্র দেখানো হলেও পুলিশ কোনও কথা কানে তোলেনি বলে অভিযোগ। গত ১০ জুন নয়ানগর থানার পুলিশ বাগদার বাসিন্দা যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তাদের পরিচয়পত্র থানায় পাঠাতে বলা হয়। ফজের মণ্ডলের বাবা তাহাজুল মণ্ডল সেসব নথি কথামতো পাঠিয়েছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় নথিপত্র পাঠালেও এই দম্পতিকে ছাড়া হয়নি। 

শনিবার একটি ফোন পেয়ে মাথায় হাত পরিবারের। এদিন সকালে বাংলাদেশের দিনাজপুর থেকে বিজিবির ফোন আসে বাগদার ওই পরিবারের কাছে। জানানো হয়, ওই দম্পতিকে পুশব্যাক করে অন্য বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশে পাঠানো হয়েছে। 

এই খবর জানার পর পরিবার পড়েছেন অকুলপাথারে। বাগদা থানাতে বিষয়টি জানানো হয়েছে। স্থানীয় বিধায়ক মধুপর্ণা ঠাকুরের দারস্ত হয়েছে দম্পতিকে ফিরিয়ে আনার জন্য। বিধায়ক জানিয়েছেন, ওই পরিবারের থেকে কাগজপত্র নেওয়া হয়েছে। বিষয়টি খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেয়া হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিক হিসেবে ফজের বাইরে কাজ করতে গিয়েছিলেন। প্রথমে কর্নাটকে তিনি কাজ করতেন। পরে মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রীও। সম্প্রতি নয়ানগর থানা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি অভিযান চালিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময়ই  কয়েকজন অনুপ্রবেশকারীদের সঙ্গে ওই দম্পতিকেও আটক করা হয়। দম্পতি পুলিশকে জানিয়েছিলেন, তারা ভারতেরই নাগরিক। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা এলাকায় বাড়ি। সঙ্গে থাকা নথিপত্রও তদন্তকারীদের দেখানো হয়। কিন্তু পুলিশ কিছু বিশ্বাস করতে চায়নি বলে অভিযোগ। আর তার পরেই গোপনে পুশব্যাক করে তাদের পাঠানো হয় বাংলাদেশে।

পাঠকের মতামত

বাংলাদেশের উচিত, সরকারী পরযায়ে তাদের ফেরত দেয়ার ব্যবস্থা করা। ভারত রাজী না হলে অনুরূপ হিন্দু দম্পতিকে ভারতে ঠেলে দেয়া। কাটাকাটি।

প্রমা
১৬ জুন ২০২৫, সোমবার, ৩:৩৯ অপরাহ্ন

ইন্ডিয়া এমন একটি দেশ যাদের কোনো মানবতা নেই।

Farid Uddin
১৬ জুন ২০২৫, সোমবার, ১২:৫৮ অপরাহ্ন

আসলে এটা হল বিজেপি সরকারের মুসলিম বিরোধী মনোভাবের নমুনা ।

কাজী মুস্তাফা কামাল
১৬ জুন ২০২৫, সোমবার, ১২:৫৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status