বিশ্বজমিন
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে নিহত ৮, আহত ৯০, অনেকে আশঙ্কাজনক
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৫৭ অপরাহ্ন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে চরম আতঙ্ক ও ধ্বংস নেমে এসেছে। ইসরায়েলি মেডিকেল সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানায়, কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলে বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। ফলে কমপক্ষে ৮ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা আছে। এ নিয়ে শুক্রবার থেকে ইসরাইলে নিহতের সংখ্যা দাঁড়াল ২৩। বিবৃতিতে বলা হয়, আহতদের মধ্যে একজন নারী গুরুতর অবস্থায় আছেন। ছয়জনের অবস্থা তার চেয়ে কিছুটা ভাল। ৬০ জন হালকা জখম বা মানসিকভাবে চরম উদ্বিগ্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে বাত ইয়াম শহরের একটি বহুতল ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও দুইটি মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে ইসরাইলি বিমান বাহিনী পাল্টা হামলায় পারচিনে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে বিস্ফোরণ ঘটিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। এছাড়া ফোর্দো পারমাণবিক স্থাপনাসংলগ্ন এলাকাতেও বিস্ফোরণ হয়েছে।
ওদিকে, হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করছিলেন বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা। তবে ইসরাইলি পুলিশ ওই সাংবাদিকদের সরিয়ে দিতে অভিযান চালিয়েছে। ইসরাইলের কোস্টাল ডিস্ট্রিক্ট পুলিশের এক মুখপাত্র বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমের সম্প্রচার কার্যক্রম সীমিত করার জন্য আমাদের টহল গাড়িগুলো মাঠে নেমেছে। হাইফা শহরে একটি তেল শোধনাগার, একটি বড় বন্দর এবং নৌবাহিনীর ঘাঁটি রয়েছে, যা এই সংঘর্ষে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।