বিশ্বজমিন
ছবিতে ইসরাইলে ইরানি হামলার পর ধ্বংসস্তূপ, বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র, সাইরেন
মানবজমিন ডেস্ক
(২ সপ্তাহ আগে) ১৬ জুন ২০২৫, সোমবার, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১০ অপরাহ্ন

সোমবার ভোররাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের তেলআবিবে দেখা গেছে আতঙ্ক ও ধ্বংসের চিত্র। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে- সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সংস্থাগুলোতে প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ক্ষেপণাস্ত্র আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ইট, কংক্রিট এবং ধোঁয়ার চিহ্ন এখনও দৃশ্যমান। স্থানীয় সময় অনুযায়ী তেলআবিবে তখন সকাল ৫:৩০ আর তেহরানে ৬:০০ টার কিছু পর। ধ্বংসস্তূপের পাশেই আতঙ্কিত বাসিন্দারা জড়ো হয়ে আছেন- অনেকে স্বজনদের খুঁজছেন, কেউ কেউ স্থিরভাবে তাকিয়ে আছেন ধসে পড়া ভবনের দিকে। উদ্ধারকর্মীরা বলছেন, এখনো অনেকে আটকে থাকতে পারেন ধ্বংসস্তুপের নিচে। হামলার পর জরুরি বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর অ্যাম্বুলেন্সের সাইরেন বাজানো হয় ভোরে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আকাশ। বিবিসি আরও বলছে, ভোরবেলায় বাসিন্দাদের সতর্ক করে জানানো হয়েছিল, ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে সাইরেন বাজতে পারে এবং সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়। এর কিছুক্ষণের মধ্যেই সাইরেন বেজে ওঠে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, আমরা সবাই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাই। সেখানে অবস্থানকালে একাধিক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পাই। এই মুহূর্তে শহরের আকাশজুড়ে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ অবিরাম বাজছে। বিস্ফোরণের স্থানগুলোর দিকে দ্রুত ছুটে চলেছে জরুরি সেবাদানকারী যানবাহন। বাতাস ভারী ধোঁয়া ও পোড়া গন্ধে পরিপূর্ণ। আমরা যেখানে অবস্থান করছি, তার দক্ষিণ দিকে দূরে ঘন ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলী উঠে আসতে দেখা যাচ্ছে। বিস্ফোরণস্থলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইসরাইলের ক্ষয়ক্ষতির যেসব ছবি প্রকাশ হয়েছে, তার কয়েকটি এখানে তুলে ধরা হলো।




পাঠকের মতামত
ধ্বংস হোক ইসরাইল, সন্ত্রাসী নেতানিয়াহু ও মদদদাতা ট্রাম্প।
Wipe out .