ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

মার্কিন ঘাঁটিতে হামলার কঠোর নিন্দা জানাল কাতার

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

mzamin

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার পর কাতার সরকার তার কড়া নিন্দা জানিয়েছে। সরকারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, তারা আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন— আমরা এই হামলাকে কাতার রাষ্ট্রের সার্বভৌমত্ব, আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করি। তিনি আরও জানান, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাটি প্রতিহত করে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথেই ধ্বংস করে দেয়। হামলার আগে ঘাঁটি খালি করে ফেলা হয়েছিল। তার বক্তব্যে আরও বলা হয়, ঘাঁটিতে অবস্থানরত সবাই—কাতারি সশস্ত্র বাহিনীর সদস্য, মিত্র বাহিনীর সদস্য ও অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি নিশ্চিত করে বলেন, এই হামলায় কোনো হতাহত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, এই নির্লজ্জ আগ্রাসনের মাত্রা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপায়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার কাতার সংরক্ষণ করে।
 

পাঠকের মতামত

কাতার তুমি আল্লাহকে ভয় কর ।

মো: জহুরুল ইসলাম
২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৪:১৭ অপরাহ্ন

কাতার, সৌদির মত দালালদের আমেরিকা পাশে পায় বলেই পৃথিবীর বেশিরভাগ মুসলিম, বেশিরভাগ খনিজ সম্পদের মালিক মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলমান জীবন দেয় আমেরিকাগংদের কাছে। ফিলিস্তিনে প্রতি নিয়ত মুসলমান মারছে সে জায়গায় যুদ্ধ বিরতি হয় না, যেই ইরান রুখে দাঁড়িয়েছে তখন‌ যুদ্ধ বন্ধ। ভারতের বিরুদ্ধে যখন পাকিস্তান রুখে দাঁড়িয়েছে তখন যুদ্ধ বন্ধ। এটা না হয়ে যদি ইরান, পাকিস্তান এর মানুষকে প্রতি নিয়ত মারতে পারত তাহলে এ যুদ্ধ কেউ বন্ধ করতে আসতো না। মুসলিম দেশ ও তার জনগণের আর কত রক্ত ঝরালে এবং লাস দেখলে তারা একত্রিত হবে।

খান মিজানুর রহমান
২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১:৪৭ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status