বিশ্বজমিন
হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত
বার্ন্ড ডেবুসম্যান জুনিয়র, বিবিসি:
(১ সপ্তাহ আগে) ২৩ জুন ২০২৫, সোমবার, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৭ অপরাহ্ন

হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবস্থান করছেন। এই দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ বেসামরিক ও সামরিক নেতৃত্বে রয়েছেন। তারা সামরিক বাহিনীর সর্বাধিনায়ক প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে রিপোর্ট করেন। এর আগে ঘোষিত জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক পরিকল্পনা অনুযায়ী শুরু হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউসের পরিবেশ কিছুটা অগোছালো। কারণ ডজন ডজন সাংবাদিক প্রেসিডেন্টের গতিবিধি, উপসাগরীয় অঞ্চলে ইরানি অভিযানের বিস্তারিত এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন।