বিশ্বজমিন
‘দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বৃটেন’
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৭ অপরাহ্ন

বৃটেনের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড কাতার থেকে খবর প্রকাশিত হওয়ার কয়েক মিনিট পরেই হাউস অব কমন্সে দাঁড়িয়ে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বৃটেনের সামরিক ঘাঁটিগুলো রক্ষার বিষয়ে কথা বলেন। তিনি এমপিদের জানান, এটি একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমরা তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, এই মুহূর্তে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না। তবে জোর দিয়ে বলেন, বৃটিশ সরকার যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধিকে সম্পূর্ণরূপে নিন্দা জানায়। তিনি আরও জানান, আমরা আমাদের সেনাসদস্যদের রক্ষার জন্য সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।