বিশ্বজমিন
আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পাল্টা জবাবের অধিকার রাখে কাতার
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৭ অপরাহ্ন
.jpeg)
আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পাল্টা জবাবের অধিকার রাখে কাতার
ইরানের রেভল্যুশনারি গার্ড কাতারে অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলার পর কাতারের পক্ষ থেকে পূর্ণ বিবৃতি দেয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই বিবৃতি দেন। এখানে তার অনুবাদ দেওয়া হলো— কাতার রাষ্ট্র আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের রেভল্যুশনারি গার্ডের পরিচালিত হামলার কঠোর নিন্দা জানায়। আমরা একে কাতারের সার্বভৌমত্ব, এর আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করি। আমরা জোর দিয়ে বলছি, কাতার এই নির্লজ্জ আগ্রাসনের প্রকৃতি ও মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপায়ে সরাসরি জবাব দেওয়ার অধিকার আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সংরক্ষণ করে। আমরা নিশ্চিত করছি যে, কাতারের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ইরানি ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরোধ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরবর্তীতে হামলার পরিস্থিতি ও বিশদ বিবরণ নিয়ে একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করবে। আমরা আরও জোর দিয়ে বলছি যে, এ ধরনের উত্তেজনামূলক সামরিক তৎপরতা অব্যাহত থাকলে তা অঞ্চলজুড়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে। আমরা তাৎক্ষণিকভাবে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার এবং আন্তরিকভাবে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানাই। এছাড়া, কাতারই ছিল প্রথম দেশগুলোর একটি যারা এ অঞ্চলে ইসরাইলি আগ্রাসনের বিপদ সম্পর্কে সতর্ক করেছিল। আমরা ধারাবাহিকভাবে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে আসছি এবং ভালো প্রতিবেশিত্ব বজায় রাখার ও উত্তেজনা পরিহারের গুরুত্ব তুলে ধরেছি। আমরা পুনরায় জোর দিয়ে বলছি, বর্তমান সংকট কাটিয়ে ওঠার একমাত্র পথ হলো সংলাপ এবং এটিই এই অঞ্চলের নিরাপত্তা ও জনগণের শান্তি নিশ্চিত করতে পারে। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পূর্বনির্ধারিত নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ঘাঁটিটি আগেই খালি করা হয়েছিল। ঘাঁটিতে অবস্থানরত সব সদস্য— কাতার সশস্ত্র বাহিনী, মিত্র বাহিনীর সদস্য ও অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছিল। আমরা নিশ্চিত করছি, এই হামলায় কেউ আহত হননি এবং কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
পাঠকের মতামত
আপনি স্বার্বভৌম দেশ হলে, আপনার দেশে মার্কিন সামরিক ঘাটি কেন? আপনারা পশ্চিমাদের হাতের পুতুল। ইসরাইলকে নিরাপত্তা দেয়ার জন্যই তারা আপনাদের দেশে ঘাটি গেরেছে। সেটা কি আপনারা বোঝেন?
Gulami saren