বিশ্বজমিন
যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে
কিম্বারলি হ্যালকেট, আল জাজিরা
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৭ অপরাহ্ন
.jpeg)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বর্তমানে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অবস্থান করছেন। শুরুতে তার জাতীয় নিরাপত্তা ব্রিফিং ওভাল অফিসে হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর হামলা— বিশেষ করে কাতারে আল-উদেইদ ঘাঁটির ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির কারণে তা স্থানান্তর করা হয়। বর্তমানে যা নিশ্চিতভাবে জানা যাচ্ছে তা হলো— প্রেসিডেন্ট এই হামলাগুলো পর্যবেক্ষণ করছেন। এছাড়া জানা গেছে, যুক্তরাষ্ট্র আগাম জানত যে এই হামলা হতে যাচ্ছে। ফলে কাতার সরকার যেমনটি করেছিল, তেমনভাবেই যুক্তরাষ্ট্র ঘাঁটির বেসামরিক কর্মী ও সেনাদের সতর্ক করতে পেরেছিল, যার ফলে ক্ষেপণাস্ত্র ঘুরিয়ে দেওয়া এবং প্রাণহানি কমিয়ে আনা সম্ভব হয়েছে। হোয়াইট হাউস থেকে পাওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলাটি যুক্তরাষ্ট্রের আগের হামলার সঙ্গে সংখ্যাগত দিক থেকে প্রায় সমান ছিল— যেমন ক্ষেপণাস্ত্রের সংখ্যা ইত্যাদি। তবে প্রেসিডেন্ট আগেই ইরানকে এমন প্রতিক্রিয়ামূলক হামলা না করার বিষয়ে সতর্ক করেছিলেন— তা সত্ত্বেও এই হামলা হয়েছে।