বিশ্বজমিন
ইসরাইল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৮ অপরাহ্ন

প্রসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরাইল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ বিষয়ে তিনি একটি ঘোষণা দিয়েছেন। তাতে তিনি বলেন- সবাইকে অভিনন্দন! ইসরাইল ও ইরানের মধ্যে সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে একটি যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়েছে (প্রায় ৬ ঘণ্টার মধ্যে, যখন ইসরাইল ও ইরান তাদের চলমান চূড়ান্ত অভিযানের কাজ সম্পন্ন করবে)। এই চুক্তি ১২ ঘণ্টা স্থায়ী হবে। এরপর যুদ্ধকে সম্পূর্ণরূপে সমাপ্ত হিসেবে বিবেচনা করা হবে! আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু করবে ইরান এবং ১২তম ঘণ্টায় শুরু করবে ইসরাইল। ২৪ ঘণ্টা শেষে ‘১২ দিনের যুদ্ধ’-এর আনুষ্ঠানিক সমাপ্তি বিশ্বজুড়ে স্বীকৃত হবে। প্রতিটি যুদ্ধবিরতির সময় অপর পক্ষ শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল থাকবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে ধরে নিয়ে — এবং তা-ই হবে — আমি উভয় দেশকে অভিনন্দন জানাই— ইসরাইল ও ইরানকে। কারণ তারা সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তা দেখিয়েছে এমন এক যুদ্ধ থামাতে যেটাকে বলা উচিত ‘১২ দিনের যুদ্ধ’। এই যুদ্ধ বছরজুড়ে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত — কিন্তু তা হয়নি, আর কখনো হবেও না! ইসরাইলের প্রতি ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক, ইরানের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকুক, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক এবং পৃথিবীর ওপর ঈশ্বরের আশীর্বাদ নেমে আসুক!’
পাঠকের মতামত
পুরুত ঠাকুর - গাজা যতদিন মুক্ত না হবে - ঈশ্বর কাউকেই আশির্বাদ করবেন না
ঠেলার নাম বাবাজি।