বিশ্বজমিন
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতিতে ইরানের সম্মতি জানালেন
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:২৯ অপরাহ্ন

রয়টার্সের বরাতে এক মার্কিন সূত্র জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইরান-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তিতে তেহরানের সম্মতি নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, এই ফোনালাপটি হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাতারের আমিরকে ফোন করার পর। তিনি জানান যে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহা যেন সহযোগিতা করে। সূত্রটি আরও বলছেন, এরপরই কাতারের প্রধানমন্ত্রী ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং শেষপর্যন্ত তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ঘোষণা করেন, ইসরাইল ও ইরান উভয়ই ‘সম্পূর্ণ ও চূড়ান্ত’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর। তবে এখনো ইরান বা ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসেনি।