বিশ্বজমিন
ইরাকে ইমাম আলী ঘাঁটিতে হামলা, টার্গেট রাডার সিস্টেম
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০৩ অপরাহ্ন

ইরাকের দক্ষিণাঞ্চলীয় ধি-কার প্রদেশের ইমাম আলী সামরিক ঘাঁটিতে রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা হয়েছে। বাগদাদ-ভিত্তিক আল সুমারিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এতে বলা হয়, ঘাঁটিটি নাসিরিয়া নগরীর দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত এবং এটি গুরুত্বপূর্ণ সামরিক তৎপরতার জন্য পরিচিত। রিপোর্ট অনুযায়ী, হামলাটি সরাসরি রাডার সিস্টেমকে লক্ষ্য করে চালানো হয়। তবে কে বা কারা হামলা চালিয়েছে-সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। ঘটনার পরপরই সামরিক ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে সোমবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। তবে তার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি।