ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

বিশ্বজমিন

ইসরাইলজুড়ে সাইরেন বাজছে, মানুষ ছুটছে আশ্রয়ের খোঁজে

মানবজমিন ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৭ অপরাহ্ন

mzamin

একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেন, অন্যদিকে ইরান ও  ইসরাইল একে অন্যের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এটাই সেখানে বাস্তবতা। যুদ্ধ থেমেছে বলে ট্রাম্পের একপেশে ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলি সেনাবাহিনী পাঁচবার হামলার সতর্কতা জারি করেছে। এর মানে স্পষ্ট- যুদ্ধ থেমে নেই, বরং আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর তথ্যমতে, এ পর্যন্ত ইরান তিনটি ধাপে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। প্রথম দুটি ধাপে মোট ছয়টি মিসাইল ছোড়া হয়। তৃতীয় ধাপে কতটি মিসাইল ছোড়া হয়েছে, তা জানা যায়নি। দক্ষিণ ইসরাইলে একটি সাততলা ভবনে সরাসরি আঘাত হানার খবর পাওয়া গেছে। সেখানে অন্তত তিনজন গুরুতর আহত এবং পাঁচজন হালকা জখম হয়েছে।

আল জাজিরার রিপোর্টার হামদাহ সালহুত জানাচ্ছেন, ইসরাইলজুড়ে এখন সাইরেন বাজছে। মানুষ আতঙ্কে বোমা সেল্টারে আশ্রয় নিচ্ছে। আর সেনাবাহিনী বলছে- ঘটনা কখন শেষ হবে, তারা নিজেরাও জানে না। এই বাস্তবতার মধ্যে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা। তবে এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক দিক হলো- বিশ্বজুড়ে দ্বিচারিতা এবং মুসলিম রাষ্ট্রগুলোর ভণ্ডামি। যখন ইরান প্রতিক্রিয়া জানায়, তখন সৌদি আরব, কাতার একবাক্যে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ বলে চিৎকার করে ওঠে। অথচ যখন ইসরাইল দিনের পর দিন ফিলিস্তিনে বোমা বর্ষণ করে, শিশু হত্যা করে, হাসপাতাল গুঁড়িয়ে দেয়- তখন এই ‘বিশ্ব বিবেক’ নীরব হয়ে থাকে। ইরান ভুল করছে কি না, সে প্রশ্ন অবশ্যই আসবে। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন: ইসরাইল কি আন্তর্জাতিক আইন মানছে? তাদের বিরুদ্ধে কারা কথা বলছে? কারা তাদের আগ্রাসনের জবাব চাইছে?

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান/ একাধিক দেশ ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত

নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প/ ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

১০

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের, প্রত্যাখ্যান তেহরানের/ ইরানে তীব্র হামলা চালানোর নির্দেশ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status