বিশ্বজমিন
যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, নেতানিয়াহুর নীরবতা
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৭ অপরাহ্ন

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অথচ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো মুখ খোলেননি। শুধু তাই নয়, ইসরাইলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ট্রাম্পের ঘোষণার পর রাতভর নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠক করে নেতানিয়াহু মন্ত্রীদের যেকোনো মন্তব্য থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। এই নীরবতা কি শান্তির কৌশল? না কি ভেতরের অস্থিরতা ঢাকার মরিয়া প্রচেষ্টা?
অন্যদিকে, ইরান বলছে তারা প্রতিক্রিয়া থামাবে, যদি ইসরাইল হামলা বন্ধ করে। ওদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, ইসরাইলের ওপর যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে বাস্তবতা হলো- ইসরাইলের বীরশেবা শহরে একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং অনেকে আহত হয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানছে, সাইরেন বাজছে, আতঙ্কে মানুষ বোমা সেল্টারে আশ্রয় নিচ্ছে। তাহলে যুদ্ধবিরতি কোথায়? আর নেতানিয়াহুর এই নীরবতা কেন? তবে কি সত্যি নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চাপিয়ে দিয়েছেন ট্রাম্প? যদি সত্যিই যুদ্ধবিরতি হতো, তাহলে ইসরাইল সেটাকে ‘কূটনৈতিক জয়’ হিসেবে তুলে ধরতো। কিন্তু এখনও তারা চুপ। কারণ তারা জানে, যুদ্ধ থামেনি, বরং নতুন মাত্রায় জ্বলছে।