বিশ্বজমিন
বাগদাদে বিদেশি দূতাবাসগুলোতে নিরাপত্তা জোরদার
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩৮ অপরাহ্ন

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটিতে একটি ড্রোন হামলা হয়েছে এমন খবরে এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, ইরাকে মার্কিন বাহিনী একটি ঘাঁটির ওপর হামলার যে খবর ছড়িয়েছে, তা ভুল। সেটি মূলত ইসরাইলের দিকে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্রের যান্ত্রিক ত্রুটিজনিত ধ্বংসাবশেষ। সেটাই ওই ঘাঁটির ওপর পড়েছিল। আল জাজিরার মাহমুদ আবদেলওয়াহেদ বাগদাদ থেকে জানাচ্ছেন, যুক্তরাষ্ট্র ও অন্য বিদেশি দূতাবাস ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, আমাদের জানা মতে বাগদাদ শহরে নিরাপত্তা বাহিনী গ্রিন জোন ও তার আশপাশে মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং অন্য বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বার্থ- বিশেষত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার হুমকির প্রেক্ষিতে। গত এক সপ্তাহ ধরে ইরাকজুড়ে বিক্ষোভ ও মিছিল হচ্ছে। তাতে ইরানে হামলার নিন্দা জানানো হয়েছে এবং ইরাকি সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে- কোনো ভিন দেশ যেন ইরাকের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে।