বিশ্বজমিন
ইরানের হামলায় ইসরাইলে আরও ৪ নিহত, আহত ২২
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ২৪ জুন ২০২৫, মঙ্গলবার, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০৩ অপরাহ্ন

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইসরাইলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সেখানে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়েছে। অনেক ভবন মাটির সঙ্গে মিশে গেছে। ইসরাইলের অ্যাম্বুলেন্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম সর্বশেষ আপডেটে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন কমপক্ষে আরও ৪ জন এবং ২২ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইরানের সংবাদমাধ্যম এসএনএন জানিয়েছে, যুদ্ধবিরতির আগে ইসরাইলের দিকে ‘শেষ দফা ক্ষেপণাস্ত্র’ ছোড়া হয়েছে। এর আগে ইসরাইল জানায়, তারা একাধিক ধাপে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত শনাক্ত করেছে। এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও বলেছে, বহু দফা হামলার পর ইসরাইলের ওপর ‘যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে’। তবে স্মরণযোগ্য বিষয় হলো, ইসরাইল এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দেয়নি। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন এরই মধ্যে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি।
পাঠকের মতামত
কংগ্রাচুলেশন ইরান! ইরান দেখিয়েছো / শিখিয়েছে একমাত্র প্রতিরোধ ই পৃথিবীতে বেঁচে থাকতেই করতে হবে। ( এইটা ১৯৬৭ সাল নয়, ২০২৫ )