ঢাকা, ২ জুলাই ২০২৫, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৫ মহরম ১৪৪৭ হিঃ

প্রথম পাতা

অবরুদ্ধ এনবিআর

স্টাফ রিপোর্টার
২৭ জুন ২০২৫, শুক্রবার
mzamin

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি রোধ ও চেয়ারম্যানের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গতকাল সকাল থেকেই এনবিআর ভবনে জড়ো হতে থাকেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। অন্যদিকে পরিস্থিতি সামলাতে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যও মোতায়েন করে সরকার। একপর্যায়ে এনবিআর’র তিনটি গেটে তালা লাগিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তারা কার্যালয়ের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছিলেন না এবং একইসঙ্গে কাউকে বের হতেও দিচ্ছিলেন না। এ সময় এনবিআর ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মোহাম্মদ তারেক রিকাবদার ভবনে ঢুকতে বাধা পেয়ে মূল ফটকেই বসে পড়েন। পরবর্তীতে বাইরে থাকা অন্য কর্মীরাও ফুটপাথ ও সড়কের একটা অংশে বসে পড়েন। তাদের সঙ্গে যোগ দেন এনবিআর’র কয়েকজন সদস্য ও কমিশনারও। পরে বাইরে থেকে তারাও সবগুলো গেইটে তালা লাগিয়ে দেয়। তখন পুরো ভবন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এ সময় এনবিআর’র কর্মকর্তারা বলেন, প্রত্যেক অফিসে তালা ঝুলবে এবং প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী ঢাকায় অবস্থান করবে। যতক্ষণ পর্যন্ত এই চেয়ারম্যান চেয়ার আটকে থাকেন।

পরবর্তীতে বিকাল সোয়া ৪টার দিকে মূল ফটকের সামনেই সংবাদ সম্মেলন করেন এনবিআর ঐক্য পরিষদ। সেখানে পরিষদের সভাপতি বলেন, আপনারা দেখছেন, আজ বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, সেনাবাহিনীর সদস্য মোতায়েন করে এনবিআর’র তিনটি গেট বন্ধ করে রাখা হয়েছে। এনবিআর কোনো কর্মকর্তা-কর্মচারী এনবিআর-এ ঢুকতে পারছেন না। আমরা এর তীব্র নিন্দা জানাই। বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের দমন-পীড়নের কথা মনে করিয়ে দেয়। ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেমন দমন-পীড়ন করে জুলাই গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারেনি, ঠিক তেমনি আমাদের ওপর দমন-পীড়ন করেও আমাদের যৌক্তিক রাজস্ব সংস্কারের দাবিকে কেউ রুখতে পারবে না। এনবিআর’র বিলুপ্তি রোধে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। সংবাদ সম্মেলনে পরিষদের লিখিত বক্তব্যে বলা হয়, সার্বিক পরিস্থিতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ মনে করে, প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ ছাড়া এ অচলাবস্থার নিরসন হবে না। তাই এই অচলাবস্থা নিরসনে আমরা প্রধান উপদেষ্টার সানুগ্রহ হস্তক্ষেপ কামনা করছি।

ওদিকে অফিস সময় শেষে ভেতর থেকে সেনাবাহিনী ফটক খুলে দিলেও পরিষদের তরফে বাইরে থেকে তালা লাগানো থাকায় কেউ বের হতে পরছিলেন না। পরে সোয়া ৫টার দিকে তালা খুলে দেয়া হয়। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ডের সদস্যরা সড়কের প্রধান গেট থেকে মূল সড়ক পর্যন্ত দুই পাশে সারিবদ্ধ হয়ে ভেতরের গাড়ি ও বাস বের করে দেন। এর আগে গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কর ও কাস্টমস ক্যাডারের ‘একটি প্রতিনিধিদলকে’ আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বৃহস্পতিবার বিকাল ৫টায় ওই বৈঠক হওয়ার কথা ছিল। তবে ওই বৈঠকে ‘আমন্ত্রণ না পাওয়ায়’ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় পরিষদ। এদিকে মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দু’টি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি হয়। সেটি বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআর’র কর্মীরা।
 

পাঠকের মতামত

হায়, অসহায় বাংলাদেশ রাষ্ট্রের কথা মানচ্ছে না।নিজের সুবিধা না হওয়াতে। যাহারা রাষ্ট্রকে অচল করতে চায়? তারা দেশের শত্রু। এদেরকে বর্জন করুন।

Mohammad Akter Hossa
২৭ জুন ২০২৫, শুক্রবার, ১২:০৪ অপরাহ্ন

সরকারকে বিব্রত করতে যে যেভাবে পারছে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

Ahmad Zafar
২৭ জুন ২০২৫, শুক্রবার, ৭:৩১ পূর্বাহ্ন

Those demanding revivals on old NBR must kick out.

M hossain
২৭ জুন ২০২৫, শুক্রবার, ১২:৫০ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

প্রথম পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status