ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত , প্রতিপক্ষ যারা

স্পোর্টস ডেস্ক

(৩ দিন আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৪:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪০ অপরাহ্ন

mzamin

নানা ঘটন-অঘটনের মধ্য দিয়ে শেষ হয়েছে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপপর্ব। ৩২ দলের প্রতিযোগিতা নেমে এসেছে ষোলো দলে। এবার শুরু নকআউট পর্বের লড়াই। সেখানে প্রতিপক্ষ হিসেবে কারা মুখোমুখি হচ্ছে, দেখে নিন। 
২০০০ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই ফিফা ক্লাব বিশ্বকাপ এবার সেজেছে নতুন সজ্জায়। এর আগে কখনও ৬ বা ৭ দল নিয়ে অনুষ্ঠিত হয়ে এসেছে এই প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন মহাদেশের ক্লাব প্রতিযোগিতায় জয়ীদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট এতদিন তেমনভাবে খুব একটা সাড়া ফেলতে পারেনি। বছরের শেষ দিকে মাসের অর্ধেক সময়ের মধ্যে শেষ হয়ে যাওয়া ক্লাব বিশ্বকাপ নিয়ে এবার মাতামাতি অনেকটা বেশি। কেননা, এবারই প্রথমবারের মতো এটি মাঠে গড়িয়েছে পৃথিবীর ৬ মহাদেশ থেকে ৩২টি দল নিয়ে, যেমনা দেখা যায় ফিফার জাতীয় বিশ্বকাপে। ক্লাবগুলোর এই নতুন আঙ্গিকের বিশ্বকাপের গ্রুপ পর্বের সবচেয়ে বড় চমক ছিল দুই ব্রাজিলিয়ান ক্লাব বোতোফোগোর কাছে পিএসজি ও ফ্ল্যামেঙ্গোর কাছে চেলসির হার। এছাড়াও ইতিমধ্যে প্রথম পর্ব থেকেই নিজ দেশের বিমান ধরবে অ্যাটলেটিকো মাদ্রিদ, পোর্তো, আরবি সালৎসবুর্গের মতো তুলনামূলক বড় দলগুলো। অন্যদিকে শেষ ষোলো নিশ্চিত করেছে টুর্নামেন্টে অংশ নেয়া চারটি ব্রাজিলিয়ান ক্লাবই, সেগুলো হলো পালমেইরাস, বোতাফোগো, ফ্লুমিনেন্স ও ফ্ল্যামেঙ্গো। তবে ছিটকে গেছে দুই আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। 
এক নজরে রাউন্ড অব সিক্সটিনের সূচি
২৮শে জুনঃ পালমেইরাস-বোতাফোগো, ফিলাডেলফিয়া (রাত ১০টা), বেনফিকা-চেলসি, শার্লট (রাত ২টা)
২৯শে জুনঃ পিএসজি-ইন্টার মায়ামি, আটলান্টা (রাত ১০টা), ফ্ল্যামেঙ্গো-বায়ার্ন মিউনিখ, মায়ামি (রাত ২টা)
৩০শে জুনঃ ইন্টার মিলান-ফ্লুমিনেন্স, শার্লট (রাত ১টা)
১লা জুলাইঃ ম্যান সিটি-আল হিলাল, অরল্যান্ডো (সকাল ৭টা), রিয়াল মাদ্রিদ-জুভেন্টাস, মায়ামি (রাত ১টা)
২রা জুলাইঃ বরুশিয়া ডর্টমুন্ড-মন্তেরেই, আটলান্টা (সকাল ৭টা)

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status