খেলা
ক্রীড়াঙ্গনের সংস্কারে ৭ সদস্যর কমিটি গঠন
স্পোর্টস ডেস্ক
(৩ দিন আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৫:২১ অপরাহ্ন

ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সদ্য প্রকাশিত নতুন কমিটিতে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা ও সার্চ কমিটির আরেক সদস্য প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার থাকলেও অন্য তিন সদস্য মেজর ইমরোজ আহমেদ (অব.), বিকেএসপির ডিজি বিগ্রেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম ও এমএম কায়সার বর্তমান কমিটিতে নেই। নতুন কমিটির আহ্বায়ক ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১) সেলিম ফকির। সদস্য সচিব জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হুমায়ন কবীর। কমিটির অন্য পাঁচ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন জোবায়েদুর রহমান রানা, আজাদ মজুমদার, ব্যারিস্টার শাইখ মাহাদী, উশু ফেডারেশনের সহ-সভাপতি লে. কর্নেল আবু আইয়ুব মোহাম্মদ হাসান ও জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিল।
এর আগে চলতি বছরের গত ২৪শে জুন এ সংক্রান্ত একটি এক অফিস আদেশ জারি করে মন্ত্রণালয়। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এই কমিটিকে প্রতিবেদন পেশ করতে বলা হয়।
২০২৪ সালের ২৯শে আগস্ট ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল। সেই কমিটির কার্যপরিধি ছিল বিভিন্ন ফেডারেশনের বিদ্যমান গঠনতন্ত্র পর্যালোচনা, বিদেশে দল প্রেরণের নীতিমালাসহ প্রয়োজনীয় বিষয় মূল্যায়ন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পেশ করা। আনুষ্ঠানিক কার্যপরিধি এটা থাকলেও পরবর্তীতে সেই কমিটিকে দিয়ে ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাব করার জন্য নির্দেশনা দেয়। ৫২ ফেডারেশন, এসোসিয়েশনের কমিটি নিয়ে কাজ করতেই সিংহভাগ সময় যায় সার্চ কমিটির। ফলে গঠনতন্ত্র ও নীতিমালা সংক্রান্ত মৌলিক সংস্কারের বিষয়গুলো আনুষ্ঠানিক রূপ পায়নি। পরবর্তীতে সার্চ কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষের পর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাংগঠনিক সংস্কারের জন্য একটি আলাদা কমিটি গঠনের কথা বলেছিলেন।