ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক

(৩ দিন আগে) ২৭ জুন ২০২৫, শুক্রবার, ৬:৫৮ অপরাহ্ন

mzamin

কলম্বো টেস্টের পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সিরিজ দিয়ে কয়েক মাস পর ৫০ ওভারের ক্রিকেটে ফিরছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। স্বাগতিকদের ১৬ সদস্যের স্কোয়াডে নতুন মুখ হিসেবে রয়েছেন গল টেস্টে খেলা মিলান রত্নায়েকে। 
২০২৪-এর নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার ওয়ানডেতে খেলেন মাদুশঙ্কা। এরপর বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে জায়গা হয়নি এই ২৪ বছর বয়সী বাঁহাতি পেসারের। অন্যদিকে দলের হয়ে পাঁচটি লাল বলের ম্যাচ মিলান রত্নায়েকের ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হতে পারে এই সিরিজ দিয়েই। বাংলাদেশের বিপক্ষে ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার গল টেস্টের এক ইনিংসে করেন ৩৯ রান। গত ফেব্রুয়ারিতে অজিদের বিপক্ষে খেলা সবশেষ স্কোয়াড থেকে বাদ গেছেন টপ অর্ডার ব্যাটার নুয়ান্দো ফার্নান্দো ও পেসার মোহাম্মদ সিরাজ। এছাড়া চোটের কারণে টেস্টের মতো ওয়ানডে দল থেকেও ছিটকে গেছেন আরেক ফাস্ট বোলার লাহিরু কুমারা। তাদের জায়গায় দলে ঢুকেছেন সাদিরা সামারাবিক্রমা, দিলশান মাদুশঙ্কা ও মিলান রত্নায়েকে। যদিও বাংলাদেশের বিপক্ষে গল টেস্টে চোট পাবার কারণে কলম্বোতে নেই মিলান। তাই পুরোপুরি সেরে উঠলেই তাকে দেখা যাবে এই সিরিজে। স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনারও রয়েছেন পেসারদের সমানসংখ্যক ৪ জন রয়েছেন। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে এই বিভাগ সামলাবেন মাহিশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে ও জেফরি ভ্যান্ডারসে। 
আগামী ২, ৫ ও ৮ই জুলাই কলম্বোতেই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পাল্লেকেল্লেতে। এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে টাইগাররা। ওয়ানডে অধিনায়ক হিসেবে এই সিরিজ দিয়েই যাত্রা শুরু করার কথা রয়েছে মেহেদী হাসান মিরাজের।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডঃ চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে (ফিটনেসের উপর নির্ভরশীল), দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status