খেলা
পাল্টে গেল টি-টোয়েন্টির পাওয়ার প্লে’র নিয়ম
স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০২৫, শনিবারছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কিছু নিয়মের পরিবর্তন অনুমোদন করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লে’র নিয়ম পাল্টানো হয়েছে। আগে ইনিংসে ওভারসংখ্যা কমানো হলে তা পাওয়ার প্লে কতো ওভারের হবে সেটা হিসাব করা হতো ওভারসংখ্যার হিসেবে। তবে এবার থেকে সংশোধিত নিয়মে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ারপ্লে কতো ওভারের হবে, সেটা হিসাব করা হবে কতো বল বাকি রয়েছে সেটার হিসাবে।
চলমান নিয়ম অনুযায়ী, ২০ ওভারের ইনিংসে পাওয়ারপ্লে থাকতো ছয় ওভারের। অর্থাৎ মোট ওভারসংখ্যার ৩০ শতাংশ ওভার থাকতো পাওয়ারপ্লের। কোনো কারণে ইনিংসে ওভারসংখ্যা কমলে পাওয়ার প্লের ওভারসংখ্যাও কমানো হয়। তবে সেখানে পাওয়ার প্লেতে পূর্ণ ওভারসংখ্যা রাখা হয়। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বদলাবে এই প্রেক্ষাপট। যেটা কার্যকর হবে জুলাই থেক। সংশোধিত এই নিয়মের বিষয়ে আইসিসি তাদের সদস্য দেশগুলোকে বলেছে, ‘এই টেবিল (সংযোজিত) ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে অনেক বছর ধরেই ব্যবহার করা হচ্ছে। যেখানে ওভারের মাঝে পাওয়ারপ্লে শেষ হলেও খেলোয়াড় কিংবা অফিসিয়ালদের কোনো সমস্যা হচ্ছে না। সামনে এগিয়ে যেতে আইসিসির ছেলেদের ক্রিকেট কমিটি অনুমোদন করেছে। ৮ ওভারের যে উদাহরণ দেয়া হয়েছে, তৃতীয় ওভারে দুটি বলের পর আম্পায়াররা (পাওয়ারপ্লে শেষের) বার্তা দেবেন। তারপর আরও তিন ফিল্ডার বৃত্তের বাইরে যেতে পারবেন।’ এর পাশাপাশি নতুন করে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছু পরিবর্তন অনুমোদন করেছে আইসিসি। এর ধারাবাহিকতায় দুদিন আগে টেস্টে স্টপ ক্লক নিয়ম কার্যকর করা, লালা মাখানো বল পাল্টানোর বাধ্যবাধকতা নেই, ডিআরএসে দ্বিতীয় রিভিউ ও ঘরোয়ায় ফুল টাইম বদলি খেলোয়াড়- এ জিনিসগুলোতে পরিবর্তন আনা হয়।