ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বাহরাইন ম্যাচ নিয়ে বাড়তি প্রস্তুতি তিন গোলরক্ষকের

স্পোর্টস রিপোর্টার
২৮ জুন ২০২৫, শনিবার
mzamin

শক্তিধর বাহরাইনের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাড়তি ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমা। প্রস্তুতিতে ঘাটতি রাখছেন না দলের অন্য দুই গোলরক্ষ স্বর্ণা রানী মণ্ডল ও মিলি আক্তারও। উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে রোববার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। গতকাল ইয়াংগুনে অনুশীলন সেরেছে পিটার জেমস বাটলারের দল। বাড়তি অনুশীলন করেন তিন গোলকিপারও।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইন ৯২তম আর বাংলাদেশের অবস্থান ১২৮তম। র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণভাগ নিয়ে স্বাভাবিকভাবেই সতর্ক দল। তবে নিজের সামর্থ্যে আস্থার কমতি নেই রুপনার। ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক ভিডিও বার্তায় বাংলাদেশ নারী ফুটবল দলের একনম্বর গোলরক্ষক রূপনা বলেন, ‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি। গোলকিপার হিসেবে আমার দায়িত্ব গোল সেভ করা, দলকে উদ্বুদ্ধ করা, সেটা করতে চাই।’
দলের অন্য দুই গোলরক্ষক মিলি ও স্বর্ণাও সুযোগ পেলে ভালো কিছু করতে আত্মবিশ্বাসী। স্বর্ণা বলেন, ‘আজকে আমরা তৃতীয় ট্রেনিং সেশন করলাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। খেলোয়াড়দের সবার কন্ডিশন ভালো। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করেছি। আমাদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে, ইনশাল্লাহ, আমরা ভালো কিছু করব। আমাদের জন্য দোয়া করবেন।’
মিলি বলেন, ‘আমরা সুস্থ আছি। ভালো ট্রনিং হচ্ছে আমাদের। যদি সুযোগ পাই অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করবো।’
তিন গোলকিপারের প্রস্তুতি নিয়ে খুশি গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। রুপনা সাফে গত দুই আসরে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন। উজ্জ্বলের দৃষ্টি শিষ্যদের এশিয়ার মানে উন্নত করা। 
কোচ উজ্জ্বল বলেন, ‘এখানকার আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খেলার জন্য আমাদের যে সকল টেকনিক, ট্যাকটিকস দরকার, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছি। বিশেষ করে আমার গোলকিপারদের নিয়ে..এশিয়ান পর্যায়ে যে ধাঁচের পারফরম্যান্স দরকার, চেষ্টা করছি, রুপনা ও বাকিদের সেভাবে তৈরি করার।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status