খেলা
হাসপাতালে বোনমাতি, শঙ্কায় ইউরো খেলা
স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, রবিবার
আগামী ২রা জুলাই পর্দা উঠছে নারী ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৫ আসরের। এর আগে বড়সড় একটি ধাক্কা খেলো স্পেন। টুর্নামেন্ট শুরুর স্রেফ পাঁচদিন আগে ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্প্যানিশ স্কোয়াডের অন্যতম সেরা খেলোয়াড় আইতানা বোনমাতি। অসুস্থতার কারণে এর আগে শুক্রবার জাপানের বিপক্ষে খেলতে পারেননি এই স্প্যানিশ মিডফিল্ডার। ৩-১ গোলে জয়ের পর ম্যাচ শেষে কোচ মনসে তুমে বনমাতির অসুস্থতার খবর প্রকাশ করে বলেন, ‘চিকিৎসকরা বলেছেন এটি নিয়ন্ত্রণে আছে। মেনিনজাইটিস নিয়ে কথা বলা ভীতিকর হলেও সেটি নিয়ন্ত্রণে আছে। আইতানা (হাসপাতালে) থাকবে এবং কতদিন সে দলের বাইরে থাকবে সেটি নিশ্চিত নয়।’ হাসাপাতালের
বিছানা থেকেই সতীর্থদের জয় উপভোগ করেন ২৭ বছর বয়সী বনমাতি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেন তিনি। ২০২৩ ও ২০২৪-এ টানা দুবছর ব্যালন ডি’অর জেতেন আইতানা বোনমাতি। একই সঙ্গে এ সময়ে দু’বার ফিফা বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কারও জেতেন বার্সেলোনার নারী দলের এই মিডফিল্ডার। ২০২৩-এ স্পেনের বিশ্বকাপ জয়ের মিশনের অন্যতম কারিগর ছিলেন বনমাতি। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭৮ ম্যাচ খেলে ৩০ গোল করেছেন তিনি। স্বাভবিকভাবেই তার অনুপস্থিতিতে ভুগতে পারে স্প্যানিশরা। আগামী ৩রা জুলাই রাত ১টায় পর্তুগালের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে স্পেন।