ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

তাসকিনের বিশ্বাস, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় নিয়েই ফিরবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, রবিবার
mzamin

শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে দ্বিতীয় ও শেষ ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। গল টেস্টে ড্রয়ের পর কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানের হারে ১-০তে সিরিজও হাতছাড়া করেছে সফরকারীরা। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে গতকাল বিমান ধরেন তাসকিন আহমেদ ও নাঈম শেখ। আগের দিন দেশ ছাড়েন ওয়ানডে দলের ৮ ক্রিকেটার। চোট কাটিয়ে শ্রীলঙ্কা সফরে যাবার আগে গতকাল বিমানবন্দরে তাসকিন গণমাধ্যমকে বলেন, তার বিশ্বাস সিরিজটি নিজেদের করে নেবে বাংলাদেশ। ঘরের মাটিতে সবশেষ জিম্বাবুয়ে সিরিজে গোড়ালির চোটের কারণে ছিটকে যান তাসকিন। পরে পাকিস্তান আর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ছিলেন দর্শক হয়েই। চোট থেকে ফিরে এবার দলের জয়ে ভূমিকা রাখতে প্রস্তুত এই ৩০ বছর বয়সী পেসার। নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে তাসকিন বলেন, ‘আমি অনেক উদগ্রীব হয়ে আছি। আজকে বের হবার সময় অনেক ভালো লেগেছে যে মাঝখানে তো প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি, খেলতি পারি নাই। হ্যাঁ, তো এখন ভালো লাগছে। আল্লাহ্র কাছে শুকরিয়া যে আমি আবার দলে ফিরলাম। যাচ্ছি তো, এখন একটাই প্রত্যাশা যাতে জয়ের পেছনে আমার ভূমিকা থাকে।’ চোটের কারণে বারবার ছিটকে যাওয়াকে নিয়তি হিসেবেই দেখছেন এই ডানহাতি ফাস্ট বোলার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কোনো প্লেয়ারের জন্যই এটি অনেক দুঃখজনক যে মাঠের বাইরে থাকতে হয় ইনজুরির কারণে। তো যাই হোক, এটি আসলে জীবনেরই অংশ। বিশেষ করে ফাস্ট বোলারদের অনেক ইনজুরি হয়। তো এটিই আমার জন্য খুশির ব্যাপার যে আল্লাহ্র রহমতে আমি আবার ফিরেছি। তো আশা করি ভালো কিছু করব।’ লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন বলেন, ‘ওডিআই আর টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই জিততে চাই। মানে হার-জিত তো থাকবেই, কিন্তু ইনশাল্লাহ আমরা সেরাটা দেবো, আমার বিশ্বাস আছে।’ 
আগামী ২, ৫ ও ৮ই জুলাই কলম্বোতে মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি। সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে পাল্লেকেল্লেতে। এই সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ।

পাঠকের মতামত

National players must not travel in business class with tax payers money. BD national cricket team is good for nothing and they fail every time against even UAE, Afghanistan or Zimbabwe. Players must not talk big and better concentrate in their performances.

Abir
২৯ জুন ২০২৫, রবিবার, ১২:০১ অপরাহ্ন

জয় না ঘোড়ার আন্ডা নিয়ে ফিরবে তোমরা

Helicopter
২৯ জুন ২০২৫, রবিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

যারা বার বার চোটে পড়ে তাদের পিছনে কাড়ি কাড়ি টাকা বিসিবি খরচ না করে ওই টাকা দিয়ে নতুন প্রজন্ম থেকে ক্রিকেটার তুলে আনা যুক্তি যুক্ত নয় কি।

তৌফিকুর রেজা
২৯ জুন ২০২৫, রবিবার, ৯:৪২ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status