খেলা
পাঁচ ঘন্টার ম্যাচে নাটকীয় জয়ে শেষ আটে চেলসি
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে আরেকবার আবহাওয়ার বিরূপ প্রভাব দেখলো ফিফা ক্লাব বিশ্বকাপ। ঝড় ও বজ্রপাতের শঙ্কায় চার মিনিট বাকি থাকতে খেলা বন্ধ করে দেন রেফারি স্লাভকো ভিনিচ। শেষ পর্যন্ত অতিরিক্ত সময় মিলিয়ে চেলসি-বেনফিকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষ হতে সময় লাগলো পাঁচ ঘন্টা। দীর্ঘ সময়ের এই ম্যাচে ৪-১ গোলে জিতে শেষ আট নিশ্চিত করেছে চেলসি।
শার্লটের ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে মাঠের খেলার এগিয়ে থাকে ইংলিশ জায়ান্টরাই। ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল নিজেদের পায়ে রাখা চেলসি গোলের দিকে ২২টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ১২টিই। পর্তুগিজ ক্লাবটির ৮টির মধ্যে ৫টি শট থাকে লক্ষ্যে। ৬৪তম মিনিটে দৃষ্টিনন্দন এক ফ্রি কিক গোলে দলকে এগিয়ে নিয়ে যান ব্লুদের অধিনায়ক রিস জেমস। ৮৬তম মিনিটে খেলা বন্ধ করে দেন রেফারি। ম্যাচের বাকি স্রেফ চার মিনিট, খেলার ফলও প্রায় নিশ্চিত, তাই সেসময়েই খালি হতে থাকে গ্যালারি। স্টেডিয়াম অঞ্চলে বজ্রপাত না থাকলেও আশেপাশের এলাকার আবহাওয়া অনুকূলে না থাকায় খেলা শুরু করতে দেরি করেন রেফারি। ততক্ষণে দুই ঘন্টা পেরিয়ে গেছে। লম্বা বিরতির পর খেলা পুনরায় শুরু হলে ৯২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে। এরপর যোগ করা পঞ্চম মিনিটে পেনাল্টি থেকে বেনফিকাকে সমতায় ফেরান বিদায়ী ম্যাচ খেলা আনহেল ডি মারিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ স্কোরলাইনে, ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট একই থাকে স্কোরলাইন। তবে বিরতির পর মাঠে ফিরে নয় মিনিটের ব্যবধানে তিনবার লক্ষ্যভেদ করে কনফারেন্স লীগের চ্যাম্পিয়নরা। ১০৮তম মিনিটে গোল করেন ক্রিস্টফার এনকুকু, ১১৪তম মিনিটে পেদ্রো নেতো ও ১১৭তম মিনিটে শেষ গোলটি করেন কিয়ের্নান ডিউসবারি-হল। ম্যাচের নিষ্পত্তি হয় কিক অফ থেকে শুরু করে প্রায় সাড়ে চার ঘন্টারও বেশি সময়ে। দিনের আগের ম্যাচে দুই ব্রাজিলিয়ান ক্লাবের শেষ ষোলোর লড়াইয়ে বোতাফোগোর বিপক্ষে ১-০ গোলে জিতেছে পালমেইরাস। কোয়ার্টার ফাইনালে চেলসির বিপক্ষে খেলবে তারা।