খেলা
‘ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে ধারণা’ ক্লাব বিশ্বকাপ, বললেন ক্লপ
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ১১:৪০ পূর্বাহ্ন

এর আগেও একবার চলমান ক্লাব বিশ্বকাপ নিয়ে নেতিবাচক কথা বলেছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মানির অভিজ্ঞ কোচ এবার এই নতুন আঙ্গিকের প্রতিযোগিতাটিকে আখ্যা দিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে ধারণা হিসেবে। ক্লপের শঙ্কা, আগামী মৌসুমেই ফুটবলাররা এমন সব চোটে ভুগবেন যা তারা আগে কখনও দেখেননি।
দীর্ঘদিনের কোচিং ক্যারিয়ার শেষ করে এখন রেড বুল গ্রুপের গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে কাজ করছেন ক্লপ। তার অধীনে আছে আরবি লাইপজিগ, লিডস ইউনাইটেড ও আগামী মৌসুমে লীগ ওয়ানের টিকিট পাওয়া প্যারিস এফসির মতো ক্লাবগুলো। চলতি বছরের শুরুতে একবার এই ৫৮ বছর বয়সী কোচ দাবি করেন, ক্লাব বিশ্বকাপ অনর্থক। এবার স্বদেশি সংবাদপত্র ওয়েট আম সনটাগের এক সাক্ষাৎকারে ক্লপ সরাসরি বলেন, ‘ক্লাব বিশ্বকাপ হলো ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে ধারণা। যারা কখনও ফুটবলের দৈনন্দিন বাস্তবতার বা কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন না, তারাই এমন সব ধারণা নিয়ে এসেছেন।’ ইতিমধ্যে ক্লাব বিশ্বকাপ নিয়ে সমালোচনা হচ্ছে প্রচুর। যুক্তরাষ্ট্রে চলমান এই নতুন আঙ্গিকের টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছে। আবার অনেকগুলো ম্যাচে তীব্র গরমের কারণে বেঞ্চের খেলোয়াড়দের পর্যন্ত খেলা দেখতে হয়েছে ড্রেসিংরুমের ভেতর বসে। এ কারণে তাদের স্বাস্থ্য হুমকির সম্মুখীন হচ্ছে। গত সপ্তাহে গ্রুপ ‘সি’ এর বেনফিকা-অকল্যান্ড সিটির ম্যাচে অরল্যান্ডোতে প্রচন্ড বজ্রসহ বৃষ্টির কারণে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় প্রায় দুই ঘন্টা দেরিতে। আবার একই কারণে আরেকটি ম্যাচের খেলা শুরু হয় প্রায় এক ঘন্টার দেরিতে।
অন্যদিকে পরিবেশ বিষয়ক সংগঠন ‘ফসিল ফ্রি ফুটবল’ গ্রুপ পর্বের খেলা চলাকালীন তীব্র তাপদাহের শঙ্কা জানায়। ‘বি’ গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিএসজির ৪-০ গোলে জেতা ম্যাচের পর উসমা দেম্বেলে জানান, প্রচন্ড গরম ছিল। একই কথা বলেন আরও বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচ। এসব কারণেই সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘আমি ভয় পাচ্ছি, আগামী মৌসুমেই খেলোয়াড়রা এমন ধরণের চোটে ভুগবেন, যা তারা আগে কখনও দেখেনি। আর যদি তখন (মৌসুম চলাকালীন) না হয়, তবে বিশ্বকাপের সময় কিংবা এরপর নিশ্চিতভাবেই ঘটবে।’