খেলা
আম্পায়ারের দিকে আঙুল তুলে শাস্তি পেলেন স্যামি
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫১ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে আম্পায়ারের বেশ কয়েকটি সিদ্ধান্ত বিতর্কের জন্ম দেয়। বারবাডোজ টেস্টের বিশেষ করে দ্বিতীয় দিনের এমন কিছু সিদ্ধান্তে টিভি আম্পায়ারের ওপর ক্ষোভ প্রকাশ করেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক অধিনায়কের ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি এবং তার নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
টেস্টের দ্বিতীয় দিন গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের কিছু সিদ্ধান্তের দিকে আঙুল তোলেন স্যামি। এমনকি দিনের শেষে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখা করে এ কারণে ব্যাখ্যাও চান এই ৪১ বছর বয়সী কোচ। পরে সংবাদ সম্মেলনে স্যামি সরাসরিই বলেন, ‘এই নির্দিষ্ট আম্পায়ারকে (হোল্ডস্টক) ঘিরে ইংল্যান্ড সফর থেকেই বিষয়টা আমার মনে প্রথম আসে। এটি হতাশাজনক। আপনি এমন অবস্থায় যেতে চান না যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জন্মায়। তবে একের পর এক সিদ্ধান্ত একই দলের বিপক্ষে গেলে তখন প্রশ্ন ওঠেই। আমি জানি উনি (হোল্ডস্টক) এই সিরিজের জন্য এখানে আছেন। কিন্তু আপনি কোনো টেস্ট ম্যাচে এমন সন্দেহ নিয়ে যেতে চান না।’ এই মন্তব্যের কারণেই স্যামির ওপর আইসিসি আচরণবিধি ২.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়, যেখানে আন্তর্জাতিক কোনো ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বা দলের বিরুদ্ধে অপমানজনক বা অনুপযুক্ত মন্তব্যে নিষেধাজ্ঞা আরোপ করে।
শেষ ২৪ মাসের মধ্যে এটি স্যামির প্রথম অপরাধ, তাই নিয়মানুযায়ী জরিমানার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের সঙ্গে। ম্যাচ রেফারি শ্রীনাথের শাস্তি স্যামি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ক্যারিবিয়ান অধিনায়ক রোস্টন চেইজও ম্যাচের পর বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুললেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ এখনও নেয়া হয়নি। একই প্রসঙ্গেও কথা বলেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কও। অজিদের ওয়েস্ট ইন্ডিজ সফরের বাকি দুই ম্যাচে মাঠ আম্পায়ার হিসেবে থাকার কথা রয়েছে হোল্ডস্টকের।