ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

এশিয়া কাপ শুরু হতে পারে সেপ্টেম্বরে

স্পোর্টস ডেস্ক

(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ২:৫৩ অপরাহ্ন

mzamin

ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থার কারণে আসন্ন এশিয়া কাপ নিয়ে শঙ্কা দেখা দেয়। এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও দুশ্চিন্তার কালো মেঘ কেটে গেছে বলে জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ। আগামী কিছুদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সব ঠিকঠাকভাবে এগোলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিশ্বাস, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এশিয়া কাপ, তারিখটা ১০ই সেপ্টেম্বর। জানা গেছে, আগামী মাসের প্রথম সপ্তাহে এসিসির সভা ডেকে ছয় দলের টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে সূচি চূড়ান্ত করা হবে। সেখানে আরও জানানো হয়, আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশসহ অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ এসিসি প্রিমিয়ার কাপের রানার্সআপ ওমান ও তৃতীয় হওয়া হংকংয়েরও অংশ নেয়ার কথা ছিল এশিয়া কাপে। তবে সবশেষ খবর অনুযায়ী, এই দুদলকে ছাড়াই পর্দা উঠবে প্রতিযোগিতাটি। আসন্ন এই আসরের আয়োজক ভারত, তাই পূর্বসিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান সেখানে খেলতে যাবে না। ২০২৩ এশিয়া কাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির মতো এবারের এশিয়া কাপও হওয়ার কথা হাইব্রিড মডেলেই। সেক্ষেত্রে ভারতের সঙ্গে আয়োজক হিসেবে যুক্ত হতে পারে সংযুক্ত আরব আমিরারতও। যদিও এসব এখনও আলোচনাসাপেক্ষ বিষয়। এর আগে গত ডিসেম্বরেই ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড বিসিসিআই আর পিসিবির মধ্যে সমঝোতা হয় যে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একে অপরের দেশে নিজেদের দল পাঠাবে না।
চলতি বছরের এপ্রিলে ভারতের অধীনস্ত কাশ্মীরের পেহেলগামের হামলার জেরে যুদ্ধ শুরু হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। এতে করে এশিয়া কাপের ভবিষ্যতে দেখা দেয় কালো মেঘ। নিজ দেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে পাকিস্তানকে বয়কটের ডাক দেয়া ভারতীয়রা, পাশাপাশি দ্বিপাক্ষিক ক্রিকেটেও না খেলার সিদ্ধান্ত নেয় দুই দেশ। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর সেই মেঘ ধীরে ধীরে কেটে যায়। এরই মধ্যে দুটি বৈশ্বিক ইভেন্টের সূচিতে দেখা গেছে ভারত-পাকিস্তানের ম্যাচ, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলম্বোতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি ৫ই অক্টোবর আর টি-টোয়েন্টির ম্যাচটি মাঠে গড়াবে আগামী বছরের ১৪ই জুন। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status