বিশ্বজমিন
উত্তর গাজা খালি করার নির্দেশ, ইসরাইলের হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত
মানবজমিন ডেস্ক
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৩৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরাইল ও তার পশ্চিমা মিত্রদের তামাশার যেন শেষ নেই। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার আহ্বান জানান। আরেক দিকে উপত্যকার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ দেয় ইসরাইল। এ যেন এক তামাশা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার গাজার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইল। হামাসের বিরুদ্ধে হামলা আরও জোরদার করা হবে উল্লেখ করে এ নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা জানালেও ইসরাইলের হামলা ক্রমাগত নিহত হচ্ছে গাজার বেসামরিক মানুষ। অনলাইন বিবিসি জানিয়েছে শেষ একদিনে তেল আবিবের হামলায় ৮১ জন নিহত এবং ৪০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১১ জন শিশু। গাজা শহরের একটি স্টেডিয়ামের কাছে হামলা চালিয়ে অকাতরে বেসামরিক মানুষকে হত্যা করেছে ইসরাইল। এমন পরিস্থিতিতে উত্তর গাজা খালি করার নির্দেশে গাজাবাসীর মধ্যে উদ্বেগ চরম পর্যায়ে পৌঁছেছে। এদিকে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি করো এবং জিম্মিদের ফেরত নিয়ে আসো। ইসরাইলের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, গাজায় যদি নতুন করে হামলা বিস্তৃতি করা হয় তাহলে জিম্মিদের জীবিত ফেরত পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। এ বিষয়ে রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানানো হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। নেতানিয়াহুর সঙ্গে সার্বিক বিষয় নিয়ে আলাপ করবেন তিনি।
পাঠকের মতামত
Is it a war or..stop now..we want peace..