খেলা
সৌদি লীগের সমালোচকদের রোনালদো
তারা ফুটবলের কিছু বোঝে না
স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, সোমবার
সৌদি প্রো লীগের ক্লাব আল নাসরের সঙ্গে দু’বছরের জন্য নতুন চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তি নবায়নের পর ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমের এক ভিডিও বার্তায় সৌদি ফুটবল ও নিজের ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন এই পর্তুগিজ মহাতারকা। সিআরসেভেন মনে করেন, বিশ্বের সেরা পাঁচটি লীগের মধ্যে এখন অবস্থান করছে সৌদি লীগ। পর্তুগিজ অধিনায়কের দাবি, যারা কখনও এখানে খেলেননি এবং যারা ফুটবলের কিছুই বোঝেন না, তারাই শুধুমাত্র রোনালদোর সঙ্গে দ্বিমত পোষণ করতে পারে।
আল নাসরে যোগ দেয়ার পরপর রোনালদো ২০২৩-এ বলেন, সৌদি প্রো লীগ বিশ্বের সেরা পাঁচ লীগের মধ্যে জায়গা করে নেবে। পর্তুগিজ ফরোয়ার্ডের মতে, সেই সময়টা চলে এসেছে। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) র্যা ঙ্কিং অনুযায়ী, বর্তমানে বিশ্বের পঞ্চম সেরা লীগ ফরাসি লীগ ওয়ান। তবে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ফ্রান্সের এই শীর্ষ লীগ থেকেও এগিয়ে রাখলেন সৌদি লীগকে। ৪২ বছর বয়সী এই সুপারস্টার ভিডিওটিতে বলেন, ‘অবশ্যই আমরা (সৌদি প্রো লীগ) এখনও উন্নতির পথে আছি। তবে আমি বিশ্বাস করি যে আমরা এখনই শীর্ষ ৫ লীগের মধ্যে আছি। আমার বিশ্বাস, আমরা আরও উন্নতি করব। আমাদের কাছে সেই সময় আছে এবং গত দুই বছরে আমরা তা করে দেখিয়েছি। এই লীগ সবসময়েই এগোচ্ছে।’ রোনালদো আরও বলেন, ‘আমি খুবই খুশি, কেননা এই লীগের আবহ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। যারা সৌদি আরবে কখনও খেলেনি, যারা ফুটবলের কিছুই বোঝে না, তারাই কেবল বলে যে এটি শীর্ষ পাঁচ লীগের মধ্যে নেই। আমি আমার নিজের এই কথা শতভাগ বিশ্বাস করি এবং এই লীগে যারা খেলে, তারা জানে আমি কী নিয়ে কথা বলছি।’ দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে আল নাসরে পাড়ি দিয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করেছেন রোনালদো। তবে এখনও তার হাতে ধরা দেয়নি বড় কোনো শিরোপা। পর্তুগিজ মহানায়ক বিশ্বাস করেন, আগামীতে তার শিরোপা জয়ের লক্ষ্য পরিপূর্নতা পাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আল নাসরের হয়ে সবসময়ই আমার লক্ষ্য গুরুত্বপূর্ণ কিছু জেতা। সেটায় এখনও বিশ্বাস রাখি। এ কারণেই দুবছরের জন্য চুক্তি নবায়ন করেছি। আমি বিশ্বাস করি যে সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব।’ চলমান ক্লাব বিশ্বকাপের আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, টুর্নামেন্টটিতে খেলছে এমন কোনো দলে দেখা যেতে পারে রোনালদোকে। পরে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি তারকা জানান, নতুন ক্লাবের থেকে চুক্তির অফার এলেও সেসব নাকচ করে দিয়েছেন তিনি। রোনালদো বলেন, ‘আমি ক্লাব বিশ্বকাপে খেলার বেশ কিছু প্রস্তাব পাই। তবে আমার কাছে এটি (টুর্নামেন্টটি) গুরুত্ব পায়নি, মনে করেছি বিশ্রাম নিয়ে ভালো প্রস্তুতি নেয়া জরুরি। কেননা সামনের মৌসুম খুব লম্বা হতে যাচ্ছে, যেহেতু মৌসুম শেষে বিশ্বকাপ আছে।’