খেলা
মোনাকোর সঙ্গে চুক্তির পর যে কারণে আবেগে ভাসলেন পগবা
স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, সোমবার
দুই বছরের চুক্তিতে পল পগবা এখন ফরাসি ক্লাব এএস মোনাকোর। সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তির একটি ভিডিও পোস্ট করে মোনাকো। সেখানে দেখা যায়, স্বাক্ষর করতে করতে কান্নায় ভেঙে পড়েন এই ফরাসি মিডফিল্ডার। এর মধ্যেই ভিডিওটি চাঞ্চল্য তৈরি করে নেটিজেনদের মধ্যে।
সামাজিক যোগমাধ্যমের ভিডিওটিতে দেখা যায়, চুক্তির কাগজে সই করার সময় চোখ দিয়ে পানি পড়ছে পগবার। ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের চোখের পানিতে ভিজে যায় টেবিলও। দুহাত দিয়ে কিছুক্ষণ মুখও ঢেকে রাখেন এই ৩২ বছর বয়সী তারকা। তখন তার পাশে থাকা দুজন পগবার পিঠ চাপড়ে স্বান্তনা দেয়ার চেষ্টা করেন। এর আগে ২০২৩-এর আগস্টে জুভেন্টাসের হয়ে উদিনেসের বিপক্ষে খেলার পর ডোপ টেস্টে ব্যর্থ হন পগবা। তার শরীরে পাওয়া যায় ডিএইচইএ নামক উপাদান, যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায়। সেসময় পগবা দাবি করেন, এক চিকিৎসকের পরামর্শে যুক্তরাষ্ট্র থেকে কেনা একটি সাপ্লিমেন্ট নিচ্ছিলেন তিনি। তবুও ২০২৪-এর ফেব্রুয়ারিতে তাকে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইবুনাল চার বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে এই সাজা ১৮ মাসে কমিয়ে আনেন পগবা। গত নভেম্বরে তার সঙ্গে পারস্পারিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। এর মধ্যে আরও কিছু ঘটনায় বিপদ বাড়ে তার। সবমিলিয়ে পগবার ফুটবলে ফেরাটাই ছিল কঠিন চ্যালেঞ্জ। তবে সেসব ঝেড়ে ফেলে দিয়ে নতুন চুক্তির পর তিনি বলেন, ‘আমি যেন আবার জন্ম নিলাম। এই দুই বছর আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি ফুটবল ছাড়া অসম্পূর্ণ। মোনাকো আমাকে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ দিয়েছে, আমি কৃতজ্ঞ। এখন শুধু মাঠে ফিরতে চাই এবং প্রমাণ করতে চাই যে আমি শেষ হয়ে যাইনি।’ পগবা আরও বলেন, ‘এই ক্লাব ও জার্সি আমাকে নতুন করে অনুপ্রাণিত করছে। আমার অভিজ্ঞতা, প্যাশন ও পারফর্মেন্স দিয়ে দলের জন্য সেরা কিছু আনতে চেষ্টা করব।’ ফরাসি লিগ ওয়ানে শেষ মৌসুমে তিনে থেকে শেষ করেছে মোনাকো। এর ফলে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লীগেও দেখা যাবে পল পগবাকে।