খেলা
অভিষেক টেস্টে একের পর এক কীর্তি গড়লেন প্রিটোরিয়াস
স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, সোমবার
দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে প্রোটিয়ারা। তখন ক্রিজে এসে আগ্রাসী ব্যাটিংয়ে দেড়শ’ রানের ইনিংস উপহার দেন দেশটির ঘরোয়া ক্রিকেটে সাড়া জাগানিয়া তরুণ লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ১৯ বছর ৯৩ দিন বয়সে অভিষেক ইনিংসেই রেকর্ড বই নতুন করে লেখেন এই মিডল অর্ডার ব্যাটার। বুলাওয়ে টেস্টে প্রথম ১৫ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে স্রেফ ২৩ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। দলের এমন বেহাল দশায় ক্রিজে আসেন প্রিটোরিয়াস। পরে আরও একটি উইকেট গেলে তিনি জুটি বাঁধেন আরেক অভিষিক্ত ডেভাল্ড ব্রেভিসকে নিয়ে। চতুর্থ উইকেটে এই দুই তরুণ ব্যাটার জুটি গড়েন ৮৮ বলে ৯৫ রানের। দক্ষিণ আফ্রিকার দুই অভিষিক্ত ব্যাটারদের মধ্যে সেরা জুটি এটিই। ৫১ রানের ব্যক্তিগত ইনিংস খেলা ব্রেভিস ৩৮ বলে ফিফটি ছুঁয়ে অভিষেকে প্রোটিয়াদের হয়ে দ্রুততম কীর্তি গড়েছেন এই ২২ বছর বয়সী ব্যাটার। সপ্তম উইকেট হিসেবে আউট হবার আগে ১১ চারে ও ৪ ছক্কায় ১৫৩ রানের ইনিংস খেলেন প্রিটোরিয়াস। এই ইনিংসেই বেশ কয়েকটি রেকর্ড নতুনভাবে গড়েন এই বাঁহাতি ব্যাটার।
#লাল বলের ১৪৮ বছরের ইতিহাসে অভিষেকে সবচেয়ে কম বয়সে দেড়শ’ করার কীর্তি এখন প্রিটোরিয়াসের। ১৯৭৬-এর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোর টেস্টে ১৬৩ রানের ইনিংসে, প্রায় ৪৯ বছর ধরে রেকর্ডটি এতদিন নিজের কাছে রেখেছিলেন জাভেদ মিয়াদাদ। তখন তার বয়স ছিল ১৯ বছর ১১৯ দিন।
#নিজ দেশের ১৩৬ বছরের টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানও এখন প্রিটোরিয়াসই। এই ইনিংসে তিনি ভাঙেন প্রোটিয়াদের কিংবদন্তি ব্যাটার গ্রায়েম পোলকের রেকর্ড। ১৯৬৪তে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিন বয়সে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন তিনি।
#দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া সপ্তম ব্যাটার প্রিটোরিয়াস। তবে তাদের মধ্যে সর্বকনিষ্ঠ তিনিই। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ২১ বছর ২৫৫ দিন বয়সে শতক হাঁকানো জ্যাক রুডলফ। ২০০৩-এ চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২২২ রানের ইনিংস দিয়ে ক্যারিয়ার শুরু করেন এই বাঁহাতি ব্যাটার। প্রোটিয়াদের অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড এটিই। প্রিটোরিয়াসের ১৫৩ রান তৃতীয় সর্বোচ্চ।
#১১২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে দেশের হয়ে টেস্ট অভিষেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিয়েছেন প্রিটোরিয়াস। ২০১৪তে স্টিয়ান ভ্যান জিলের ১২৯ বলের সেঞ্চুরিটি আগের দ্রুততম।
#দেড়শ’ রান ছুঁতে প্রিটোরিয়াস বল খেলেন ১৫৭টি, এটিও দক্ষিণ আফ্রিকার দ্রুততম রেকর্ড। ২০১২তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬২ বলে দেড়শ’ ছুঁয়ে এতদিন এর মালিক ছিলেন দেশটির কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স।
#সাদা পোশাকের ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ১০ম প্রিটোরিয়াস, অভিষেকে পঞ্চম সর্বকনিষ্ঠ। টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে সবার উপরে আছেন টাইগারদের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ২০০১-এ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে কলম্বোতে স্বাগতিকদের বিপক্ষে অভিষেকে ১৭ বছর ৬৩ দিন বয়সে শতক হাঁকান তিনি।
#গত বছরের ডিসেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়ারিয়র্সের হয়ে অভিষেকে ১২০ রানের ইনিংস খেলেন প্রিটোরিয়াস। এবার লাল বলের অভিষেকেও করলেন শতক। প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেটে দুই অভিষেকে দু’টিতেই সেঞ্চুরি আছে কেবল ভারতের গুন্ডাপা বিশ্বনাথ ও পৃথ্বি শ’ আর অস্ট্রেলিয়ার ডার্ক ওয়েলহ্যামের।