খেলা
বাহরাইনের জালে বাংলাদেশের মেয়েদের ৭ গোল
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২৯ জুন ২০২৫, রবিবার, ৮:৪৩ অপরাহ্ন

র্যাংকিংয়ে দুই দলের ব্যবধান ৩৬ ধাপ! পিছিয়ে থাকা বাংলাদেশই মাঠের খেলায় দাপট দেখালো। আর তাতে গোল বন্যায় ভেসে গেলো বাহরাইন
নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াংগুনে বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের ব্যবধানে জিতেছে টাইগ্রেসরা। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। আর দ্বিতীয়ার্ধে আরো দুই গোল দেয় তারা।
বাংলাদেশ পড়েছে সি গ্রুপে, এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার আজ ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে হারায়। বাংলাদেশ একই ভেন্যুতে ৭-০ গোলে বাহরাইনকে হারায়। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচের উপর নির্ভর করছে মূলত আগামী বছর অস্ট্রেলিয়ায় সি গ্রুপ থেকে কোন দল যাবে।
পাঠকের মতামত
পিটার বাটলারের পরিবর্তে কাবরেরা কোচ থাকলে বাংলাদেশ দল রক্ষণাত্মক ফুটবল খেলে ড্র করার টার্গেট নিয়ে মাঠে নামতো এবং হারতো।