খেলা
বরিশালে এক দশক খেলাধুলা বন্ধ, হতাশ বিসিবি সভাপতি
স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে
৩০ জুন ২০২৫, সোমবার
রয়েছে দেশের অন্যতম বৃহৎ স্টেডিয়াম। কীর্তণ খোলা নদীর তীরে অবস্থিত স্টেডিয়ামে খেলাধুলার রয়েছে মনোরম পরিবেশ। যোগাযোগ ব্যবস্থাও উত্তম। অথচ সেই বরিশালে গত এক দশক খেলাধুলা বন্ধ। এ নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, এ বছরই বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট আয়োজনে বিসিবি কাজ করবে। বরিশালের ক্রিকেটের প্রতি অবিচার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বরিশাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১২ কিশোর ও কিশোরী ক্রিকেটারদের পৃথক দু’টি ‘সিক্স এ সাইড’ টুনার্মেন্ট এবং পেস বোলিং হান্ট ক্যাম্প উদ্বোধন করেন বিসিবি সভাপতি। বিভাগীয় কমিশনার আবু রায়হান, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি, শাহরিয়ার নাফিস, ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ক্রীড়াপ্রেমিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রোববার বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে এসব কথা বলেন বিসিসি’র নতুন সভাপতি বুলবুল।
তিনি বলেন, স্থানীয় লীগ আয়োজন না করে বরিশালের ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়েছে। ১০ বছরে বরিশালে এক-দেড় হাজার ক্রিকেটার তৈরি হতে পারতো। অন্তত ১০০ জন জাতীয় পর্যায়ে খেলতে পারতেন। বরিশালে বিপিএল আয়োজন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন বিপিএলে বরিশাল ২ বারের চ্যাম্পিয়ন। তাই সেপ্টেম্বরের আগেই তিনি স্টেডিয়ামের সংস্কার শেষ করার আহ্বান জানান। কাজ শেষ হলে পরিকল্পনা নেয়া হবে। বিসিবি সভাপতি আরও জানান, দেশের ক্রিকেট উন্নয়নে প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার তুলে আনার কাজ হাতে নিয়েছে বিসিবি। প্রতি উপজেলা-জেলা পর্যায়ে ক্রিকেটাদের ডাটাবেজ করা হবে। বিসিবি সভাপতি বলেন, ঢাকা থেকে মাত্র আধা ঘণ্টার আকাশপথে বরিশালে পৌঁছানো যায়। বরিশালে বিপিএল আয়োজনের জন্য আমরা চিন্তাভাবনা করছি। এজন্য মাঠের কাঠামো উন্নয়নসহ বরিশালকে একটি ‘অ্যাকটিভ’ ক্রিকেট বিভাগে রূপ দিতে চাই।
তিনি আরও বলেন, বরিশালে ১০-১৫ বছর ধরে কোনো লীগ নেই। কোচিং নেই, কোর্স নেই, আম্পায়ারিং কোচিংও হয় না। এটা লজ্জার বিষয়। আমরা এখানকার অনেক প্রতিভাবান খেলোয়াড় নষ্ট করে দিয়েছি। এখন সময় এসেছে নতুন করে শুরু করার। অনুষ্ঠানে বরিশালের স্থানীয় ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ ও তরুণ ক্রিকেটারদের মাঝে আশার আলো জাগিয়েছে বিসিবি সভাপতির এই ঘোষণা।