ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

জাতীয় দলে ফিরতে আরও পরিশ্রম করতে চান সোহান

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫, সোমবার
mzamin

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে সম্ভাবনা জাগালেও জাতীয় দলে বারবার উপেক্ষিত থাকেন নুরুল হাসান সোহান। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগে ১১ ম্যাচে দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি তার সংগ্রহ ৫১২ রান। ব্যাটিং গড় ৫৮, স্ট্রাইকরেট ৯৩.৫৪! চমৎকার পারফরম্যান্সের পরও শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে জায়গা হয়নি এ উইকেটরক্ষক-ব্যাটারের। ধারণা করা হচ্ছিল মুশফিকুর রহীমের অবসরের পর তার জায়গায় দেখা যাবে সোহানকে। তবে নির্বাচকরা আস্থা রেখেছেন অপর উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাসের ওপর। সোহানকে দলে না নেওয়া নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা এই পজিশনে একাধিক উইকেটকিপার নিতে পারি না।’
অবশ্য সুযোগ না পেলেও হতাশ নন সোহান। তিনি বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথটাকেই বেছে নিয়েছেন। গ্লোবাল সুপার লীগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে শিরোপাধারী রংপুর রাইডার্স। গতবার গায়ানায় পাঁচ দলের আসরে চ্যাম্পিয়ন হয় সোহানের দল। রংপুর রাইডার্সকে এবারও নেতৃত্ব দেবেন সোহান। দেশ ছাড়ার আগে গতকাল গণমাধ্যমকে সোহান বলেন, ‘আমি রিজিকে বিশ্বাসী। আল্লাহর ওপর আস্থা রাখি। আমার কাজ হচ্ছে পরিশ্রম করা।’
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে জায়গা না হলেও কাউকে দোষ দিতে চান না উইকেটকিপার-ব্যাটার। তিনি বলেন, ‘দেখেন, আগেও বলেছি- জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পারফর্ম করা। আমি এমন কিছু বলতে চাই না যাতে অন্য কাউকে অসম্মান করা হয়। ভালো-মন্দ সময় আসবেই। এখন যে ফর্মে আছি, সেটাকে ধরে রাখতে পারলে হয়তো ক্যারিয়ার আরও বড় হবে।’
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করলেও ২০২৩ সালের ডিসেম্বর থেকে আর জাতীয় দলে খেলা হয়নি তার । তার নেতৃত্বেই গত বছর গ্লোবাল সুপার লীগের (জিএসএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। বাংলাদেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট- বিপিএলেও খেলেছেন দুর্দান্ত। আর লিস্ট ‘এ’ সংস্করণের ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) শেষ মৌসুম ২০২৩-২৪ ও ২০২৪-২৫ এ সোহান করেছেন যথাক্রমে ৪৯৫ ও ৫১২ রান। কয়দিন আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে ১০৭ রানের ও ওয়ানডেতে ১১২ রানের ইনিংস আছে তার। 
তবে এসব না ভেবে নিজের কাজটা করে যেতে চান সোহান। তিনি বলেন ‘অফফর্ম আসতেই পারে, এটা স্বাভাবিক। নেগেটিভ চিন্তা করি না। আমি জানি, আমার দায়িত্ব হচ্ছে কঠোর পরিশ্রম করা। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
গ্লোবাল সুপার লীগের গত আসরে শুরুতে দুই ম্যাচ হেরে শেষ পর্যন্ত টানা তিন জয়ে ট্রফি জেতে রংপুর রাইডার্স। এ নিয়ে সোহান বললেন, ‘বাংলাদেশ ক্রিকেট কঠিন সময় পার করছে। গ্লোবাল লীগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ ক্রিকেটের বড় অধ্যায়। আমরা চ্যালেঞ্জ উপভোগ করার চেষ্টা করছি। চাপের কিছু নেই। চাপ উপভোগ করতে হবে। শেষবার আমরা যখন গ্লোবাল সুপার লীগে গিয়েছিলাম ওভাবে আমাদের কেউ কাউন্ট করছিল না। প্রথম দুটি ম্যাচ হারার পর একটু ব্যাকফুটে ছিলাম। ওখান থেকে এরকম একটা মঞ্চে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, অবশ্যই আলহামদুলিল্লাহ। একইসাথে আমার মনে হয় এই বছর অনেক বড় চ্যালেঞ্জ থাকবে।’ সোহান বলেন, ‘আমরা যখন দল নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে, আলোচনা থাকে। এই দলের ওপর আমাদের শতভাগ বিশ্বাস আছে। ইনশাআল্লাহ আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status