খেলা
পারলেন না মেসি, শেষ আটে পিএসজি
স্পোর্টস ডেস্ক
(২২ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১১:১০ পূর্বাহ্ন

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির যে হিসেব বাকি ছিল, তার কিছুই চুকাতে পারলেন না ইন্টার মায়ামি অধিনায়ক। ম্যাচটি নিয়ে কম আলোচনা হয়নি। দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই ফরাসি জায়ান্ট ক্লাব ছাড়েন আর্জেন্টাইন মহাতারকা। রোববার ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে তার কিছুই ফিরিয়ে দিতে পারেননি প্যারিসিয়ানদের। উল্টো প্রথমার্ধেই চার গোল খেয়ে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের ক্লাবটি।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ জুড়ে ৬৭ শতাংশ বল নিজেদের পায়ে রাখা পিএসজি গোলের দিকে ১৯টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৯টি। আর মায়ামির ৮টির মধ্যে ৩টি শট থাকে লক্ষ্যে। ম্যাচের ষষ্ঠ মিনিটে হেড থেকে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস। ৩৯তম মিনিটে ডি বক্সের ভেতর থেকে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এই গোলেই ছন্নছাড়া হয়ে পড়ে টুর্নামেন্টের আয়োজক দেশের ক্লাবটি। ৪৪তম মিনিটে দিজিরে দুয়ের ডানপ্রান্তের ক্রসে এক প্রতিপক্ষকে আটকাতে গিয়ে নিজেই বল জালে জড়িয়ে দেন মায়ামির তমাস আভিলেস। এরপর যোগ করা তৃতীয় মিনিটে জটলার ভেতর থেকে দলের শেষ গোলটি করেন আশরাফ হাকিমি। গোলকিপারসহ তিন মায়ামি খেলোয়াড়ের সামনে থেকে হাকিমির নেয়া শট গিয়ে লাগে গোলপোস্টে। ফিরতি বলে লক্ষ্যভেদ করেন এই মরোক্কান ডিফেন্ডার। বিরতির আগ পর্যন্ত মায়ামির দুই সুপারস্টার মেসি আর লুইস সুয়ারেজ ছিলেন একেবারেই নিষ্প্রভ। এর সময়ের মধ্যে এই জুটি গোলের দিকে একটি শটও নিতে পারেননি। মাঠে ফিরে ৫১তম মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডের প্রথম শট প্রেতিহত হয় পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার পায়ে লেগে। দ্বিতীয়ার্ধে তুলনামূলক গোছানো ফুটবল খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি হাভিয়ের মাশচেরানোর ছেলেরা।
শেষ ষোলোর অন্য ম্যাচে ব্রাজিলিয়ান চমক ফ্ল্যামেঙ্গোকে ছিটকে দিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা জয় তুলে নিয়েছে ৪-২ গোলে। সেমিফাইনালের টিকিট পেতে শেষ আটে মুখোমুখি হবে বায়ার্ন ও পিএসজি।