ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘হয়তো ওর বান্ধবী বা স্ত্রী আছে’, বুমরাহকে প্রথম দেখে ভাবেন স্ত্রী সঞ্জনা

স্পোর্টস ডেস্ক

(২০ ঘন্টা আগে) ৩০ জুন ২০২৫, সোমবার, ১:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২১ অপরাহ্ন

mzamin

একজন ২২ গজ ক্রিজের দুর্ধর্ষ বোলার, আরেকজন মাঠের বাইরের ক্রীড়া সঞ্চালক ও ক্রিকেট বিশ্লেষক। ভারতীয় পেসিং মেইনম্যান জশপ্রিত বুমরাহর সঙ্গে তার স্ত্রী সঞ্জনা গণেশনের প্রথম যেবার দেখা হলো, তখন ভাবতেই পারেননি যে দুবছরের মধ্যে সামনের মানুষটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে সঞ্জনা জানিয়েছেন, বুমরাহর সঙ্গে তার প্রথম দেখাটা তার কাছে মোটেই স্মরনীয় নয়। 
ভারতের সাবেক বোলার হরভজন সিং ও তার স্ত্রী গীতা বসরার অনুষ্ঠান ‘হুজ দ্য বস’-এ সস্ত্রীক উপস্থিত হন বুমরাহ। সেখানে নিজেদের প্রেম ও পরিণয় নিয়ে খোলামেলা কথা বলেন সঞ্জনা। ২০১৯-এ ইংল্যান্ডের ওডিআই বিশ্বকাপ চলাকালীন প্রথমবার দু’জনের দেখা হয়। স্মৃতিচারণ করে সঞ্জনা বলেন, “২০১৯ বিশ্বকাপে বুমরাহর সঙ্গে প্রথমবার দেখা হয়। একদিন ভারতীয় দলের অনুশীলনে যাই। ডিকে (দীনেশ কার্তিক) ও বাকি কয়েকজন আমাকে দেখে হাত নাড়ায়। সে দলের সঙ্গে ছিল জশপ্রিতও। তবে সে কঠিন মুখ করে অনুশীলন করছিল। যেন প্রতিজ্ঞা করেছিল যে ‘আমি হাত তো নাড়ব না-ই, ওর দিকে তাকাবোও না।’ ” তখন সঞ্জনা ভাবেন বুমরাহর হয়তো বান্ধবী বা স্ত্রী আছে, তাই তিনি ইচ্ছে করেই তাকে এড়িয়ে যাচ্ছেন। সঞ্জনা বলেন, ‘আমি ভাবি যে ওর হয়তো বান্ধবী বা স্ত্রী আছে, তাই আমিও আলাপ করিনি। একবার তো মনে হয় আমিই হয়তো কোনো ভুল করেছি। এমনই ছিল জশপ্রিতের ব্যক্তিত্ব।’ তবে এমন পরিস্থিতি কদিনের মধ্যেই পাল্টে যায় জানিয়ে সঞ্জনা বলেন, ‘আমরা কথা বলা শুরু করি ও একে অপরকে বুঝতে শুরু করি। যা ভাবছিলাম তার কিছুই ওর সঙ্গে মেলেনি।’ অনুষ্ঠানে পাশে থাকা বুমরাহ হাসতে হাসতে বলেন, “ও শুধু নিজের পাশ থেকেই গল্পটা বলছে। ও ভেবেছিল আমি বিবাহিত। আসলে আমি খুব লাজুক, সচারাচর কাউকে ‘হাই’ করি না। খোলামেলা হতে আমার সময় লাগে।” হাস্যরস করে এই ডানহাতি পেসার আরও বলেন, ‘তার যুক্তি হচ্ছে আমি যেহেতু হাই জানাইনি, তার মানে আমি বিবাহিত অথবা আমাকে আমার বান্ধবী আমাকে দূর থেকে দেখছে। এটা কেমন যুক্তি?’ 
২০২১-এর মার্চে জুটি বাঁধেন বুমরাহ আর সঞ্জনা। দু’বছর পর তাদের কোল আলো করে আসে ছেলে সন্তান অঙ্গদ। 
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status