বিনোদন
জুলাই নিয়ে গান বানাচ্ছেন তাসরিফ
স্টাফ রিপোর্টার
৫ জুলাই ২০২৫, শনিবার
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে এবার গান বানাতে চলেছেন গায়ক তাসরিফ খান। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই। পোস্টে তাসরিফ লিখেছেন, জুলাই নিয়ে গান বানাচ্ছি; যে গানের লিরিক্স লিখবেন আপনারা। আমি আপনাদের লেখা থেকে শব্দ কিংবা লাইন সিলেক্ট করবো। যার লেখা থেকে যে জায়গা নিয়েছি, তা গানের ভিডিওতে দেখিয়ে দেবো। গানের নাম হবে জুলাই, লিরিক্সে থাকবে বাংলাদেশ।