অর্থ-বাণিজ্য
স্টিল আমদানি পর্যায়ে ৫% আগাম কর রাখার জোর দাবি
অর্থনৈতিক রিপোর্টার
৬ জুলাই ২০২৫, রবিবারসব ধরনের স্টিল আমদানি পর্যায়ে আগের ন্যায় ৫% আগাম কর রাখার জোর দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তারা জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমদানি পর্যায়ে আগাম কর ৫% থেকে বৃদ্ধি করে ৭.৫% করা হয়েছে, যা আয়রন ও স্টিলখাতকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে।
বুধবার বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বর্ধিত আগাম কর প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির সভাপতি আবুজার গিফারী জুয়েল। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক আমির হোসেন নূরানী, সাধারণ সম্পাদক আলহাজ নাসিরুল্লাহ।
লিখিত বক্তব্যে আবুজার গিফারী জুয়েল বলেন, আমদানি পর্যায়ে ৭.৫% হারে আগাম কর আরোপের ফলে ব্যবসায়িকভাবে আমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবো। আমরা অস্তিত্ব সংকটে পড়বো। তাই শিল্পখাত বাঁচাতে বর্ধিত আগাম কর প্রত্যাহার করতে হবে। আমির হোসেন নূরানী বলেন, স্টিল খাত টিকিয়ে রাখতে হলে অগ্রিম কর ও রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করতে হবে। ভ্যাট আইন সহজ করে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। স্টিল আমদানি পর্যায়ে পূর্বের ন্যায় ৫% আগাম কর রাখার জোর আবেদন করছি। অন্যথায়, আমাদের যৌক্তিক দাবি আদায়ে মীরহাজিরবাগ, ইংলিশ রোড, নয়াবাজার, নামাপাড়া, ফেঞ্চরোড, বংশাল, ধোলাইখাল, দয়াগঞ্জ, পোস্তগোলা, কেরানীগঞ্জ, সামসাবাদ ও নবাব ইউসুফ রোড সহ রাজধানীর সকল স্থানের সকল দোকান ও কাটিং সেন্টার, ক্ষুদ্র কুটির মাঝারি ও বৃহৎ শিল্প-কারখানা নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।