ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক

স্টাফ রিপোর্টার

(১ সপ্তাহ আগে) ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৫ অপরাহ্ন

mzamin

ঢাকাস্থ অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে এক বিবৃতিতে জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতের ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

সামগ্রিকভাবে জামায়াত যে ভূমিকা পালন করেছে, তাতে অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার সন্তোষ প্রকাশ করেন। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের কর্মদক্ষতার প্রশংসা করেন এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে অস্ট্রেলিয়ান সরকার আরও কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন। এসময় তারা বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

 


 

পাঠকের মতামত

৫আগষ্ট২৪ এর গণ বিপ্লবোত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে।প্রবহমান বিশ্ব ব্যবস্থার সাথে গণতন্ত্র সাম্য ভ্রাতৃত্ব সুবিচার দেশের উন্নয়ণ অগ্রগতির সরলি করণের এক অপূর্ব সুযোগ জামায়াতে ইসলামীর হাতে এখন। উন্নত বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ার মাধ্যমে প্রযুক্তির যুগে বিজ্ঞানের অকল্পনীয় উৎকর্ষতায় বৈদেশিক সহযোগীতা সহ দক্ষ অভিজ্ঞ মানব সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে জামায়াতে ইসলামীকে এখন থেকে অগ্রণী হতে হবে। অষ্ট্রেলিয়ান হাইকমিশনারের সাথে সাক্ষাত তারই সূচনা বলে দেশবাসি মনে করে। এরই ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের সাথেও অনুরূপ সৌহার্দ্যের অনুপম দৃষ্টান্ত স্থাপনে জামায়াতে ইসলামী এগিয়ে যাক। আমীন।

আলমগীর
৫ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৫ পূর্বাহ্ন

The great irony of the fascist regime is that Jamat is in the government!

Dr. Khan
৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৮:৩৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status