ঢাকা, ৭ অক্টোবর ২০২৪, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩ রবিউস সানি ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান

সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৮:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

mzamin

ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত শান্তিপ্রিয় দেশ। শান্তি রক্ষার জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি রাখতে হবে। বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে সেনা, নৌ এবং বিমান বাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে এক কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। তিনি ইউক্রেন এবং গাজায় চলমান সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে সামরিক বাহিনীকে এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করার পরামর্শ দেন এবং তাদের এসব পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকার আহ্বান জানান। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।  সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাজনাথ সিং বলেছেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ এবং শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ সামরিক দৃষ্টিভঙ্গির তাৎপর্যের উপর জোর দেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর চীনের সাথে যে সীমান্ত রয়েছে তার কথা উল্লেখ করেছেন এবং পরিস্থিতির গভীর বিশ্লেষণের জন্য জোর দিয়েছেন। রাজনাথ সিং বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতা সত্ত্বেও ভারত শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে এবং শান্তিপূর্ণ বিকাশ অব্যাহত রেখেছে। তবে, ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা সবসময় আমাদের শান্তি বজায় রেখেছি যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সম্পর্কে সজাগ থাকতে হবে। বর্তমানে আমাদের চারপাশে যা ঘটছে তা গভীর পর্যবেক্ষণে রাখতে হবে এবং ভবিষ্যৎমুখী হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে। এক্ষেত্রে একটি শক্তিশালী জাতীয় নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত থাকা উচিত বলে মনে করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, আমাদের প্রতিরোধ ব্যবস্থা ব্যর্থ প্রমাণিত করা উচিত নয়। তিনি সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে ঐতিহ্যবাহী এবং আধুনিক যুদ্ধ সরঞ্জামের সঠিক মিশ্রণ চিহ্নিত করতে এবং অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কমান্ডারদের প্রতি আহ্বান জানান। এছাড়া মহাকাশ এবং তথ্যপ্রযুক্তির যুদ্ধে সক্ষমতা বিকাশের ওপর জোর দিয়েছেন রাজনাথ। তিনি আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের অবিচ্ছেদ্য করণীয়  বর্ণনা করেন। এক্ষেত্রে সামরিক নেতৃত্বকে ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর দিকে মনোনিবেশ করার আহ্বান জানান রাজনাথ। তবে তিনি বলেছেন এসব প্রস্তুতি সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে অংশগ্রহণের জন্য নয়। কেননা তাদের পরোক্ষ অংশগ্রহণ অনেকাংশে বর্তমান পরিস্থিতির গতিপথ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন তিনি। ভারতের লক্ষ্ণৌতে দুই দিনব্যাপী সশস্ত্র এই কনফারেন্স শুরু হয় গত বুধবার। কনফারেন্সে অংশ নেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং প্রতিরক্ষা সচিব গিরিধর আরমানে।

পাঠকের মতামত

ঝুলিয়ে রাখার ট্রেকার রাজনাথ দেখে নাই নাকি। আসুক। আমরাও দেখব।

শহীদ আবু সাইদ, বেরোব
১০ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার, ১:২৮ অপরাহ্ন

সাপ কেমন করে পিটিয়ে মারতে হয় এই জেনারেশন শিখে ফেলেছে। তাই কথাবার্তায় সাবধান হোন মাদার ইন্ডিয়া।

রোজী আফরোজ
৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৪:৪৯ অপরাহ্ন

India never respect our independence.

Syed
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:৩১ অপরাহ্ন

ভারত কি যুদ্ধ করতে চায় নাকি বাংলাদেশের সাথে?

Md Abul Bashar
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:২৫ অপরাহ্ন

শেখ হাসিনা ভারতের দালাল নাকি ভারতের গৃহবধূ বুঝতে কষ্ট হচ্ছে। কারণ গৃহবধূ ঘরে অশান্তি করলে জামাইরা যেমন প্রতিক্রিয়া দেখায় ভারতের কার্যকলাপ ও অনুরূপ।

মেঘকুন্ড দাস
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:২৪ অপরাহ্ন

তিনি বন্ধুর বাড়ি থেকে চুলকানী শুরু করেছেন? ১৬ বছরে সবকিছু দিয়ে, নিয়ে এখন তাঁকে নিয়ে ও হাহুতাস করিতেছেন। ( এতো দিন ছিলাম বোকা এখন বুদ্ধিমান)

no name
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ১০:১৮ অপরাহ্ন

আওয়ামী লীগ যে একটি হিন্দুত্ববাদী দল তা এবার ভাল ভাবেই এ দেশের মানুষ বুঝতে পারছে।

shohidullah
৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৮:০৮ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

বিবিসির প্রতিবেদন/ হাসিনাকে নিয়ে দ্বিধায় দিল্লি!

ইউক্রেন, গাজা ও বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান/ সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন রাজনাথ

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status