খেলা
বাফুফে নির্বাচনের তফসিল আজ
স্পোর্টস রিপোর্টার
৭ অক্টোবর ২০২৪, সোমবারআগামী ২৬শে অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে সামনে রেখে আজ তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। গতকাল নির্বাচন কমিশন প্রথম সভা করেছে। যেখানে মেজবাহর সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান। তফসিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আজ (গতকাল) সবকিছু নিয়ে আলোচনা করেছি, মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। তবুও আর একবার দেখে সবার সঙ্গে কথা বলে আগামীকাল (আজ) সকাল সাড়ে এগারোটায় তফসিল ঘোষণা করা হবে। বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন মেজবাহ। নিজের নির্বাচন পরিচালনার অতীত অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি যখন প্রথম বাফুফের নির্বাচন কমিশনার হলাম তখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। তখন দায়িত্ব পালন করেছিলাম, এর পর বাকি নির্বাচনে সরকার ছিল। সেখানে নির্বাচন কমিশন প্রভাবিত হয়নি। তবে প্রার্থীরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন এটা আপনারাও জানেন।’ সালাউদ্দিনের নির্বাচন না করা প্রসঙ্গে সাবেক এই সরকারি কর্মকর্তা বলেন, শেষ চার নির্বাচনেই সালাউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না। এবার আর একই মানুষ নির্বাচিত হচ্ছে না। আমাকে এই নিয়ে কথা শুনতে হবে না।