খেলা
ব্রাজিল বিশ্বকাপে খেলার যে সমীকরণ বাংলাদেশের সামনে
স্পোর্টস রিপোর্টার
৯ জুলাই ২০২৫, বুধবার
প্রথমবার এশিয়ান কাপে নাম লিখিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবার তাই স্বপ্নটাও বড় হতে শুরু করেছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় লক্ষ্য থাকবে ব্রাজিল বিশ্বকাপে নাম লেখানোর। বিশ্বকাপ খেলার অঙ্গীকার করেছেন নারী দলের বেশির ভাগ ফুটবলার। এশিয়া কাপ থেকে সরাসরি ২০২৭ বিশ্বকাপে সুযোগ করে নেবে ৬টি দল। দু’টি দলের সুযোগ থাকছে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলার। বাংলাদেশকে তাই বিশ্বকাপ খেলতে হলে এশিয়া কাপে থাকতে হবে সেরা ছয়ের ভেতর। বাছাইপর্বে দাপুটে ফুটবল খেললেও এএফসি এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের লড়াইটা সহজ হবে না। টুর্নামেন্টে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া ১১ দলের প্রত্যেকটির অবস্থান বাংলাদেশের ওপরে। এমনকি এখন পর্যন্ত সুযোগ পাওয়া দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই আছে, যারা র্যাঙ্কিংয়ে একশ’র বাইরে। ২০২৬ সালের এশিয়ান কাপে আয়োজক হিসেবে খেলবে অস্ট্রেলিয়া, র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ১৫ নম্বরে। এ ছাড়া ২০২২ এশিয়ান কাপের শীর্ষ তিন দল হিসেবে বাছাইপর্বে না খেলেই জায়গা করে নিয়েছে চীন (১৭), দক্ষিণ কোরিয়া (২১), এবং জাপানও (৭)। বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ৪ ম্যাচের ৪টিতে জিতে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ভারত, র্যাঙ্কিংয়ে যাদের অবস্থান ৭০ নম্বরে। ২০০৩ সালে শেষবার বাছাইপর্ব পেরিয়ে নারী এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল ভারত নারী দল। ২০২২ সালে আয়োজক দেশ হিসেবে এশিয়ান কাপ খেলেছে ভারত। এরপর আবারো এশিয়ান কাপের মূলপর্বে খেলতে দেখা যাবে তাদের। গ্রুপ ‘ডি’-তে সব ম্যাচ জিতে শীর্ষে থেকে এশিয়ান কাপে যাওয়া চাইনিজ তাইপের অবস্থান র্যাঙ্কিংয়ে ৪২। ৩৭ নম্বরে থাকা ভিয়েতনাম গ্রুপ ‘ই’ থেকে পেয়েছে শতভাগ সাফল্য। গ্রুপ ‘এফ’-এ উজবেকিস্তান অবশ্য বেশ নাটকীয়ভাবে এশিয়ান কাপের টিকিট পেয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর নেপাল ও উজবেকিস্তানের পয়েন্ট, গোল ব্যবধান এবং গোল করার সংখ্যা ছিল সমান। নিয়ম অনুযায়ী সমান-সমান থাকা দু’টি দল যদি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়, তবে ফল নির্ধারণ হবে টাইব্রেকারে। আর সেখানেই বাজিমাত করেছে উজবেকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে ৩-৩ ব্যবধানে ড্র থাকার পর নেপালকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে ৫১তম র্যাঙ্কিংধারী উজবেকিস্তান। আর সর্বশেষ গ্রুপ ‘এইচ’ থেকে শতভাগ সাফল্য নিয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে থাকা উত্তর কোরিয়া। এই ১১ দল ছাড়া এশিয়ান কাপের টিকিট পাবে আরও একটি দল। সোমবার ‘এ’ গ্রুপে ভুটান-সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শুরু হয়েছে খেলা, শেষ হবে ১৯শে জুলাই। এই গ্রুপের অন্য তিন দল হলো ইরান, জর্দান ও লেবানন।
চূড়ান্ত পর্বে ১২টি দলকে ভাগ করা হবে তিন গ্রুপে। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দু’টি দল উঠবে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দু’টি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল যাবে
আন্তঃমহাদেশীয় প্লে-অফে। ২০২৬ নারী এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দল সুযোগ পাবে ২০২৮ অলিম্পিক ফুটবলের বাছাইপর্ব খেলার। বাছাইপর্বে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আটটি দল। দুই গ্রুপ চ্যাম্পিয়ন যাবে লস অ্যানজেলেস অলিম্পিকে। ২৯শে জুলাই সিডনি টাউন হলে হবে এশিয়ান কাপের ড্র। ১২টি দলকে রাখা হয়েছে চারটি পটে। প্রতিটি পটে রয়েছে তিনটি করে দল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বাংলাদেশের নাম রয়েছে চতুর্থ পটে। প্রথম পটে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। দ্বিতীয় পটে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। তৃতীয় পটে ফিলিপাইন, চাইনিজ তাইপে ও উজবেকিস্তান। চতুর্থ পটে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত ও বাছাইপর্বে গ্রুপ ‘এ’ থেকে উঠে আসা দল। মার্চে (১-২১) অস্ট্রেলিয়ার তিন শহরে পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপ।