ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

দুই নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৫, বুধবার
mzamin

বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অনুমিতভাবেই ১৫ সদস্যের স্কোয়াডে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। এ ছাড়াও সালমান আলী আগার নেতৃত্বাধীন দলের সঙ্গে আসছেন না শাদাব খান ও হারিস রউফের মতো তারকারাও।
পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচক প্যানেল তরুণদের আরও বেশি সুযোগ দিতেই দু’টি সিরিজে (পরে ওয়েস্ট ইন্ডিজ) সিনিয়রদের বিবেচনার বাইরে রেখেছেন। এ প্রসঙ্গে তিনজনের সঙ্গেই আলোচনা হয়েছে হেসন ও নির্বাচক প্যানেলের। ক্রিকেটারদের জানানো হয়েছে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সীমিত ওভারের সিরিজে তাদের প্রয়োজন নেই এবং তারা যেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে ক্রিকেটে মনোযোগ দেন। গত মে-জুনে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সময়ও ছিলেন না ডানহাতি ব্যাটার বাবর আজম, উইকেটকিপার-ব্যাটার রিজওয়ান ও বাঁহাতি পেসার শাহিন শাহ। ওই টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিকঠাক থাকলে আগামী ১৬ই জুলাই বাংলাদেশে অবতরণ করার কথা পাকিস্তানের। এই সিরিজের স্কোয়াডে জায়গা পাননি পেসার নাসিম শাহ। আর চোটের কারণে নেই অলরাউন্ডার শাদাব খান ও পেসার হারিস রউফ। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তরুণ পেসার সালমান মির্জা ও ব্যাটার আহমেদ দানিয়াল। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০শে জুলাই। পরের দু’টি ম্যাচ ২২ ও ২৪শে জুলাই। সবগুলো ম্যাচই গড়াবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সফর শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে গ্রিন ক্যাপরা।
বাংলাদেশ সফরের পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, আহমেদ দানিয়াল, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ আব্বাস, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সালমান মির্জা।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status