খেলা
ফাইনালের আগেই আরেক ফাইনাল আজ
স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৫, বুধবার
ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি রোমাঞ্চকর রাত। এখন পর্যন্ত ফিফা ক্লাব বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। দ্বিতীয় সেমিফাইনালে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে রাত ১টায় মুখোমুখি হবে দুই ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
শেষ ষোলোতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার পর কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারায় পিএসজি। আর জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলের জয়ের পর শেষ আটে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে পৌঁছে রিয়াল। শারীরিক অসুস্থতার কারণে এখন পর্যন্ত নতুন আঙ্গিকের এই টুর্নামেন্টে শুরুর একাদশে নামা হয়নি অল হোয়াইটদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। গ্রুপ পর্বে তো মাঠেই নামতে পারেননি এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। পরের দুই ম্যাচে খেলেছেন বদলি হিসেবে। নিজের সাবেক ক্লাবের বিপক্ষেই একাদশে ফিরতে পারেন এই ২৬ বছর বয়সী তারকা। অন্যদিকে, সোমবার এমবাপ্পের আইনজীবীরা জানিয়েছেন, পিএসজি’র বিপক্ষে করা ফৌজদারি মামলা প্রত্যাহার করে নিয়েছেন তারা। গত মে মাসে মামলাটি দায়ের করা হয় ২০২৩-এ এমবাপ্পের চুক্তি সংক্রান্ত টানাপড়েনে ক্লাবের আচরণ নিয়ে, যেখানে তাকে দলের সঙ্গে না রেখে একাই অনুশীলন করানো হয় বলে অভিযোগ করেন তিনি। তবে ফ্রান্সের শ্রম আদালতের মাধ্যমে এখনো পিএসজি’র থেকে ৫৫ মিলিয়ন ইউরো বকেয়া বেতন আদায়ের আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এই রিয়াল তারকা।
নতুন ধারার এই ক্লাব বিশ্বকাপে শুরু থেকেই উড়ছে ফরাসি জায়ান্টরা, যেই যাত্রা শুরু হয় সবশেষ উয়েফা চ্যাম্পিয়ন লীগ থেকেই। একচেটিয়া পারফরম্যান্সে প্রথমবারের মতো ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নেয় প্যারিসিয়ানরা। শেষবারের মতো রিয়াল-পিএসজি মুখোমুখি হয় ২০২২ চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোতে। সেবার দুই ম্যাচ মিলিয়ে ৩-২ গোলে পিএসজিকে ছিটকে দিয়ে পরে নিজেদের চতুর্দশ শিরোপা ঘরে তোলে লস মেরেঙ্গুয়েজরা। তবে এবারের ক্লাব বিশ্বকাপের পিএসজি অনেকটাই ভিন্ন। সম্প্রতি ফিফার এক ইন্টারভিউতে রিয়ালের জার্মান ডিফেন্ডার অ্যান্টনিও রুডিগার বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে পিএসজি খুব, খুব শক্ত দল। তারা দেখিয়েছে যে তারা ইউরোপের সেরা দলগুলোর মধ্যে একটি, তাই এটি একটি কঠিন ম্যাচ হতে চলেছে। কিন্তু আমরা রিয়াল মাদ্রিদ, আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’ রিয়াল মাদ্রিদ স্কোয়াডের স্রেফ একজন গেল মৌসুমে এই পিএসজি’র বিপক্ষে খেলেছেন, তিনি ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। তার সাবেক ক্লাব লিভারপুলের হয়ে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোতে প্যারিসিয়ানদের বিপক্ষে খেলেন তিনি। প্রথম লেগে ১-০ গোলে জিতলেও পরের লেগের নির্ধারিত সময়ে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ১-১। পরে পেনাল্টিতে ৪-১ গোলে জিতে পরের রাউন্ডে যায় ফরাসি জায়ান্টরা। সেই স্মৃতিচারণ করেই এই ইংলিশ ডিফেন্ডার বলেন, ‘আমি এই মৌসুমে পিএসজি’র বিপক্ষে খেলেছি, তারা ছিল ব্যতিক্রম। অবশ্যই এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। দু’দলের নিজেদের যোগ্যতায় সেমিফাইনালে এসেছে, তবে নকআউটে যেকোনো কিছু হতে পারে।’ শেষ ম্যাচে বাভারিয়ানদের বিপক্ষে লাল কার্ড দেখে এই ম্যাচের জন্য মাঠের বাইরে থাকবেন পিএসজি’র দুই ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ ও উইলিয়ান পাচো।