বাংলারজমিন
সোনাইমুড়ীর সেই প্রধান শিক্ষকের পদত্যাগ
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
৮ নভেম্বর ২০২৪, শুক্রবারশিক্ষার্থী, অভিভাবকদের অসন্তোষের কারণে পদত্যাগ করলেন সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান। গত বুধবার ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের অফিস কক্ষ ঘিরে স্লোগান দিতে থাকে। এ সময় কিছু উত্তেজিত শিক্ষার্থী বিদ্যালয়ের সাবেক শেখ হাসিনা সরকারের পিওন জাহাঙ্গীর আলমের রুম ভাঙচুর করে।
পরিস্থিতি স্বাভাবিক করতে অন্যান্য প্রাক্তন শিক্ষার্থি, বর্তমান শিক্ষক ও ম্যানেজিং কমেটির কয়েকজন সদস্য বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সকল শিক্ষার্থী ও সকল শিক্ষকদের সামনে পদত্যাগপত্র দিয়ে বিদ্যালয় ত্যাগ করেন।
উল্লেখ্য, বিদ্যালয়টির শ্রেণিকক্ষ দখল করে ১ যুগের বেশি সময় ধরে পরিবার নিয়ে বসবাস, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগে কিছুদিন থেকেই বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অভিযোগ করে আসছিল।
এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি নাসরিন আক্তার পদত্যাগপত্রটি পেয়েছেন বলে নিশ্চিত করেন।