ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে টাকা ও স্বর্ণালংকার লুট করে দুর্বৃত্তরা। এ সময় তাদেরকে চিনে ফেলায় অস্ত্রের মুখে শিশুকন্যা ও ভাগ্নীকে জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে। এ ঘটনায় শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বাঘড়া এলাকা থেকে ফাহাদ (১৯) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ২ জন পলাতক রয়েছে। এদের সবাই ওই এলাকার রাসেল গ্রুপের সদস্য। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাঘড়া  এলাকার জয় (২০) ও আরমান (১৯) মিলে একই এলাকার এক সৌদি প্রবাসীর বিল্ডিংয়ের ছাদে উঠে চিলে কোঠার টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে দরজা খুলে ফাহাদকে ভেতরে নেয়। এ সময় প্রবাসীর শিশুকন্যা ও ভাগ্নীকে গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোবাইলফোন কেড়ে নেয়। পরে আলমারি খুলে টাকা ও স্বর্ণালংকারের জন্য তছনছ করে ফেলে। একপর্যায়ে প্রবাসীর স্ত্রী দুর্বৃত্ত ৩ জনকে চিনে ফেলায় তাকে পাশের একটি কক্ষে নিয়ে মোবাইলফোনে নগ্ন ভিডিও ধারণ করে। প্রবাসীর স্ত্রী এই বিষয়ে মুখ খুললে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে প্রবাসীর স্ত্রী বিষয়টি তার প্রতিবেশীসহ স্বজনদের জানায়। শুক্রবার দুপুরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে ফাহাদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহাদ ঘটনার সত্যতা স্বীকার করে তা বর্ণনা করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে। এই ঘটনার পর থেকে জয় ও আরমান পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃত ফাহাদ ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। জয় একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে ও আরমানের পরিচয় জানা যায়নি। শ্রীনগর থানার ওসি কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, এই বিষয়ে শ্রীনগর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

আমি এক জন প্রবাসী আমি ওদের প্রকাশে ফাশি চাই।

MD.IQBAL HOSSAIN
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৩:৫৬ অপরাহ্ন

আমি এক জন প্রবাসী আমি ওদের প্রকাশে ফাশি চাই।

MD.IQBAL HOSSAIN
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৩:৫৩ অপরাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status