ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

বিশেষ দু’টি ইন্টারনেট ব্যান্ডউইথ প্যাকেজ চালু

স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

গ্রাহকদের খরচ কমাতে ও দ্রুতগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের জন্য নতুন দু’টি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজ চালু করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) আইআইজি ও আইপিএলসি। প্যাকেজ দু’টি হলো ‘আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ’ ও ‘লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ’। নতুন দু’টি প্যাকেজ চালু করায় গ্রাহকদের ইন্টারনেট ব্যান্ডউইডথ ব্যবহার আরও সাশ্রয়ী এবং ইন্টারনেট সেবার গুণগত মান নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইপিএলসি বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজে নিতে পারবেন বকেয়া শূন্য আইপিএলসি গ্রাহকরা। প্যাকেজের আওতায় নতুন ১০০জি আইপিএলসি সার্কিট সংযোগ নিলে বোনাস হিসেবে তিনটি ১০জি আইপিএলসি সার্কিট বিনামূল্যে পাবেন গ্রাহকরা।
তবে গ্রাহকদের বিল প্রি-পেইড ভিত্তিতে পরিশোধ করতে হবে এবং সব বকেয়া পরিশোধ নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তাছাড়া ‘আগে আসলে, আগে পাবেন ভিত্তিতে’ বোনাস ব্যান্ডউইডথ দেয়া হবে।
লিমিটেড ডেস্টিনেশন বোনাস ব্যান্ডউইডথ প্যাকেজটি আইপি ট্রানজিট সেবার গ্রাহকদের জন্য প্রযোজ্য। এ প্যাকেজটিতে শূন্য বকেয়ার গ্রাহকরা ৫০ শতাংশ অতিরিক্ত ব্যান্ডউইডথ বোনাস হিসেবে পাবেন। সুবিধাটি শুধুমাত্র বিএসসিপিএলসি’র কুয়াকাটা বা কক্সবাজার পপ থেকে সরবরাহ করা হবে।
প্যাকেজ পাওয়ার প্রথম শর্ত হলো- বিল কোনো বকেয়া রাখা যাবে না এবং প্রি-পেইড ভিত্তিতে বিল পরিশোধ করতে হবে। এ বোনাস ব্যান্ডউইডথের ক্ষেত্রেও ‘আগে এলে আগে পাবেন’- নীতিমালা অনুসরণ করা হবে। প্যাকেজ দু’টি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য বিএসসিপিএলসি’র ওয়েবসাইটে (bscplc.gov.bd) পাওয়া যাবে।

 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status