দেশ বিদেশ
ইইউ’র বিশেষ দূত ঢাকায়
কূটনৈতিক রিপোর্টার
২৫ জুলাই ২০২৩, মঙ্গলবারপ্রাক-নির্বাচন পরিস্থিতি সরজমিন পর্যবেক্ষণে আসা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দলের ঢাকা ছাড়ার ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এলেন ইইউ’র মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। সোমবার সকালে ৬ দিনের সফরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব (ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সেগুনবাগিচা জানিয়েছে, এই সফরে দুইপক্ষের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন গিলমোর। তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও বৈঠক করবেন। পাশাপাশি নাগরিক সমাজ, সংখ্যালঘু সমপ্রদায় ও ঢাকায় জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরকালে ইইউ বিশেষ প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা শিবির সরজমিন পরিদর্শন করবেন।
গত মে মাসের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলস সফরে ইইউ’র ৪ জন কমিশনারসহ ইউরোপের এই জোটটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। ওই সফরে গত ২রা মে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ব্রাসেলসে ইইউ মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের সঙ্গেও বৈঠক করেন। ওই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউ’র বিশেষ প্রতিনিধিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। উল্লেখ্য, ইইউ’র বিশেষ প্রতিনিধি হিসেবে গিলমোর ২০১৯ সালের জুনে প্রথম বাংলাদেশ সফর করেন। ঢাকায় এটি তার দ্বিতীয় সফর। গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। তার সময়ে আয়ারল্যান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইলআউট থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে পরিণত হয়েছিল।